শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০

বিসিএসে সুপারিশপ্রাপ্ত হাজীগঞ্জের ৬ জনকে সংবর্ধনা দিলো পৌর মেয়র লিপন
কামরুজ্জামান টুটুল ॥

৪১তম বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত হাজীগঞ্জের ৬ জনকে সংবর্ধনা দিলেন হাজীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র আ.স.ম. মাহবুব উল আলম লিপন। এই প্রথম হাজীগঞ্জ পৌরসভার আয়োজনে বিসিএস-এ সুপারিশপ্রাপ্তদের সংর্বধনা প্রদান করলো পৌরসভা। মেয়রের সভাপ্রধানে ২০ আগস্ট রোববার সকালে পৌর সভাকক্ষে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা প্রদানের পূর্বে পৌর মেয়র বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত ৬ জন সাথে নিয়ে পৌরসভার ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’-এ পুষ্পস্তবক অর্পণ করে জাতির পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় জাতির পিতাসহ ১৫ আগস্টে শাহাদাতবরণকারী শহিদদের মাগফেরাত কামনা করে সুরা ফাতেহা পাঠ, দোয়া ও মোনাজাত করা হয়।

সংবর্ধনা অনুষ্ঠানের শুরুতে বিসিএস-এ সুপারিশপ্রাপ্ত জান্নাত সুমি, জান্নাতুন নাঈম খুশবু, খালেদ মাহমুদ তামিম, মেহেদি হাসান, রুনা আকতার ও মোহাম্মদ আবদুল্লাহকে ফুলেল শুভেচ্ছা, সম্মাননা ক্রেস্ট ও উপহার প্রদান করা হয়। এ সময় ৬ জনই তাদের অনুভূতি প্রকাশ করেন এবং সাফল্যগাথার কথা উপস্থাপন করেন এবং পৌর মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংবর্ধিতদের উদ্দেশ্যে পৌর মেয়র আ.স.ম. মাহবুব-উল আলম লিপন বলেন, তোমরা হাজীগঞ্জের রত্ন, তোমাদেরকে নিয়ে আমরা গর্ব করি। হাজীগঞ্জের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান হতে তোমরা উচ্চ মাধ্যমিক শেষ করে দেশের বিভিন্ন বিদ্যাপীঠ থেকে শিক্ষাজীবন শেষ করে বিসিএস ক্যাডার হয়েছ। তোমাদের প্রতি প্রত্যাশা, তোমরা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে কাজ করবে।

তিনি আরো বলেন, তোমরা যেভাবে পড়ালেখা করেছ, তোমাদের পরবর্তীতে হাজীগঞ্জে যেসব শিক্ষার্থী বিসিএস পরীক্ষা দিতে চায়, তোমরা অবশ্যই তাদেরকে সহযোগিতা করবে। তোমাদের জন্যে পৌরসভার দরজা সবসময় খোলা। যখন যার প্রয়োজন হবে, চলে আসবে।

পৌরসভার বাজার পরিদর্শক খাজা সাফিউল বাসার রুজমনের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী নূরুর রহমান বেলাল, হাজীগঞ্জ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সেলিম, টিএলসিসির সদস্য ইকবালুজ্জামান ফারুক, হারুনুর রশিদ ও কাউন্সিলর মোঃ শাহআলম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিল মোহাসীন ফারুক বাদল, কাজী মনির হোসেন, সুমন তপদার, কবির হোসেন, সহকারী প্রকৌঃ মোঃ ইদ্রিস মিয়া ও মোঃ মাহবুবর রশিদ, উচ্চমান সহকারী আবদুল লতিফ, টিএলসিসির সদস্য রাবেয়া আকতার মায়া, ডাঃ পেয়ারা বিল্লাল, দেলোয়ার হোসেন, ইকবাল মজুমদার প্রমুখ।

উল্লেখ্য, খালেদ মাহমুদ তামিম, মেহেদি হাসান ও রুনা আকতার হাজীগঞ্জ ডিগ্রি কলেজ থেকে, গুলে জান্নাত সুমি ও জান্নাতুন নাঈম খুশবু হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ থেকে এইচএসসি পাস করেন। আর মোহাম্মদ আবদুল্লাহ প্রথমে গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের কাকৈরতলা মাদরাসার শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ঢাকা কাদেরিয়া তৈয়্যবিয়া কামিল মাদরাসায় পড়ালেখা করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়