শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২২ আগস্ট ২০২৩, ০০:০০

মতলবের মানুষের জীবনমান উন্নয়নে এই সেচ প্রকল্প ব্যাপক ভূমিকা রাখছে
মাহবুব আলম লাভলু ॥

মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের সিপাইকান্দি, গাজীপুর, চরমাছুয়া, আমিরাবাদ ও টরকীসহ ধনাগোদা নদীর তীর ভাঙ্গন পরিদর্শন করেন কুমিল্লা অঞ্চলের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মোঃ জাকির হোসেন।

এই বর্ষা মৌসুমে ধনাগোদা সেচ প্রকল্পের ঝুঁকিপূর্ণ অঞ্চল পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে তিনি বলেন, মতলবের মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্প একটি গুরুত্বপূর্ণ সেচ প্রকল্প। এই প্রকল্পটি টিকিয়ে রাখতেই হবে। আর এই প্রকল্প রক্ষায় সরকার সর্বোচ্চ আন্তরিক রয়েছে।

তিনি আরো বলেন, এই ধনাগোদা সেচ প্রকল্পকে আধুনিকায়ন করতে সাড়ে ৩শ’ কোটি টাকা ব্যয় করা হচ্ছে। নদীর তীর সংরক্ষণ, নিষ্কাশনে ব্যাপক কর্মযজ্ঞ কিছুদিনের মধ্যেই শুরু হবে। মতলবের মানুষের জীবন মানোন্নয়নে এই সেচ প্রকল্প ব্যাপক ভূমিকা রাখছে। সব মিলিয়ে সরকারের কাছে এই প্রকল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এ সময় উপস্থিত ছিলেন মেঘনা-ধনাগোদা সেচ প্রকল্পের নির্বাহী প্রকৌশলী জয়ন্তু পাল, উপ-বিভাগীয় প্রকৌশলী ওয়াহেদুজ্জামান, পানি ব্যবস্থাপনা ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন, মেঘনা ধনাগোদা সেচ প্রকল্পের শাখা কর্মকর্তা আবুল হাসানাত ও তন্ময়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়