শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০০:০০

গোসল করতে গিয়ে মেঘনা নদীতে ডুবে যুবকের মৃত্যু
মাহবুব আলম লাভলু ॥

মতলব উত্তরে বেড়াতে এসে মেঘনা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আহনাফ মিয়া (১৯) নামে যুবকের মৃত্যু হয়েছে। ২০ আগস্ট রোববার সকাল ১০ টার দিকে আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে গোসল করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। মৃত যুবক মিরপুর সাড়ে এগারো নাম্বার এলাকার আজগর আলীর ছেলে।

জানা যায়, ১৯ আগস্ট শনিবার আহনাফ তার বন্ধু মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার সিয়ামের সাথে তার বাড়িতে বেড়াতে আসে। পরদিন রোববার সকালে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকার মেঘনা নদীতে গোসল করতে যায় ৪ বন্ধু। আহনাফ পানিতে ডুবে গেলে আর উঠতে পারেনি। পরে স্থানীয়রা তাকে নদী থেকে উঠিয়ে ১১টা ২০ মিনিটে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

বন্ধুরা জানান, সে সাঁতার জানত না। আহনাফ তিন ভাইদের মধ্যে দ্বিতীয়। সে এবার এসএসসি পাস করেছে। পরে খবর পেয়ে মতলব উত্তর থানার এসআই আব্দুল আউয়াল লাশ থানায় নিয়ে আসে।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন জানান, এ ব্যাপারে একটি অপমৃত্য মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ চাঁদপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়