শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২১ আগস্ট ২০২৩, ০০:০০

আন্দোলন রেখে সম্মেলনে ব্যস্ত বিএনপি!
স্টাফ রিপোর্টার ॥

একদিকে বিএনপি সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে একদফা দাবি আদায়ে ক্রমশ কঠোর আন্দোলনের দিকে যাচ্ছে, তখনই বিপরীত চিত্র ফরিদগঞ্জে। আগামী ২৬ আগস্ট ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের নুতন নেতৃত্ব নির্বাচনের জন্যে কাউন্সিল অনুষ্ঠিত হবে।

বিএনপির ঘোষিত এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে জোরদার আন্দোলন গড়ে তুলতে ঢাকা থেকে অবিরাম ঘোষণা পাঠানো হচ্ছে সকল বিভাগ, জেলা ও উপজেলায়। ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়নে ব্যস্ত সময় কাটাচ্ছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। নেতারা কর্মী-সমর্থকদের জোটবদ্ধ করতে দ্বারে দ্বারে ঘুরছেন। কেন্দ্রীয় নেতাদের নির্দেশ অনুযায়ী, একদফা দাবি বাস্তবায়নে সকল নেতা-কর্মী সমস্ত ভেদাভেদ ভুলে এক মঞ্চে। ঠিক তখনই ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সম্মেলনকে সামনে রেখে পদণ্ডপদবীর জন্যে গত তিন সপ্তাহ যাবৎ যুবদলের সম্মেলনের নামে সংশ্লিষ্টরা ব্যস্ত রয়েছে। আন্দোলন রেখে তারা দলের নেতা-কর্মীদের বাড়ি বাড়ি ঘুরছেন ভোটের জন্য। তবে বিএনপির চলমান আন্দোলন কর্মসূচির মধ্যেই ফরিদগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের সম্মেলন নিয়ে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করছেন দলটির নেতা-কর্মীরা। দলের ত্যাগী নেতা-কর্মীদের প্রশ্ন, এ মুহূর্তে আন্দোলন নাকি সম্মেলন কোন্টি বেশি গুরুত্বপূর্ণ।

জানা গেছে, গত ২৬ জুলাই বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মোঃ ইউসুফ মিয়াজীর স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ৪ আগস্ট ফরিদগঞ্জ উপজেলা যুবদলের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু ২৬ জুলাই ফরিদগঞ্জ উপজেলা যুবদলের আবেদনের প্রেক্ষিতে ও ফরিদগঞ্জ উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক আলহাজ্ব এমএ হান্নানের সঙ্গে আলোচনা সাপেক্ষে সম্মেলনের তারিখ ৪ আগস্টের পরিবর্তে ২৬ আগস্ট পুনঃনির্ধারণ করা হয়।

ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরীফ মোহাম্মদ ইউনুস সাংবাদিকদের বলেন, এখন আমাদের আন্দোলন সংগ্রাম করার কথা। শুনেছি ২৬ এ আগস্ট উপজেলা যুবদলের সম্মেলন হওয়ার কথা। এ বিষয়ে আমি কিছুই বলতে পারবো না।

উপজেলা বিএনপির সাধারণ সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল সাংবাদিকদের বলেন, এখন মূলত আমাদের সম্মেলনের সময় না। সারা দেশের ন্যায় সকলে মিলে আন্দোলন সংগ্রাম করার কথা।

চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক সাংবাদিকদের বলেন, আমরা অনেকদিন ধরেই চেষ্টা করছি সম্মেলনের মাধ্যমে কমিটি করা।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক নূরুল আমিন খান আকাশ বলেন, ফরিদগঞ্জে বিএনপির মনোনয়ন প্রত্যাশী এমএ হান্নান সাহেব চাচ্ছেন, তাই সম্মেলন হচ্ছে। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ভাই আমাকে ফরিদগঞ্জ যুবদলের আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে সম্মেলন করে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এদিকে চলমান আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করতে যুবদলের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে বলে মনে করেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আজিজুর রহমান আজিজ। তিনি বলেন, বর্তমান সময়ে সারাদেশের ন্যায় যেখানে সকলে মিলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা, এই আন্দোলন বাদ দিয়ে সম্মেলন করা বোকামির শামিল ও দলের শৃঙ্খলা ভঙ্গ করা হচ্ছে। এটা এখন ছেলেখেলার মতো হয়ে গেছে।

এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী বলেন, এখন আমাদের সারাদেশের ন্যায় সকলে মিলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কথা। এখন কমিটি করার সময় না, এখন আন্দোলনের সময়।

এদিকে স্থানীয় নেতা-কর্মীদের ভাষ্য, কাউন্সিলের মাধ্যমেই আমরা নতুন নেতৃত্ব চাই। কিন্ত এর জন্যে এই সময় প্রযোজ্য নয়। খোদ সরকারি দল যেখানে তাদের কাউন্সিল বন্ধ করে দিয়েছে, সেখানে আমাদের যুবদলের মতো গুরুত্বর্পূণ ইউনিটকে নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব সংঘাতে জড়িয়ে দিচ্ছি এই মুহূর্তে। যখন আমরা সরকার পতনের আন্দোলনে অভিন্ন হয়ে মাঠে থাকবো, এটা কতটা সমীচীন হবে, তা নেতৃবৃন্দের কাছেই প্রশ্ন রইলো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়