প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০
স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির উদ্যোগে ও চাঁদপুর পৌর আওয়ামী লীগের ব্যবস্থাপনায় বিভিন্ন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর শহরের কালীবাড়ি মন্দির, রামকৃষ্ণ আশ্রম, গোপাল জিউড় আখড়া, অযাচক আশ্রম, পুরাণবাজার শ্রীশ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর মন্দির, হরিসভা মন্দির কমপ্লেক্স, সার্বজনীন শ্রীশ্রী জগন্নাথ মন্দির, পুরাণবাজার রামঠাকুর বাড়ি দোল মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনা করেন সমবেত ভক্তবৃন্দ। প্রার্থনা সভায় দলীয় নেতৃবৃন্দসহ প্রচুর ভক্তবৃন্দের উপস্থিতি ছিলো। ১৫ আগস্ট সন্ধ্যায় শহরের কালীবাড়ি মন্দিরে অনুষ্ঠিত প্রার্থনা সভায় জেলা আওয়ামী লীগ নেতা সন্তোষ চন্দ্র দাস, অজয় কুমার ভৌমিক, পিপি অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, মধুসূদন পোদ্দার, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সাবেক সদস্য সঞ্জিত কুমার পোদ্দার, কণ্ঠশিল্পী রূপালী চম্পক, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক বিমল চৌধুরী, কালীবাড়ি মন্দির কমিটির দুলাল রায়, গোবিন্দ সাহা, অমল রক্ষিত মনা, সংগ্রাম চন্দ, প্রবীর পোদ্দার, অর্জুন সাহা, সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, পৌর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডঃ ভাস্কর চন্দ্র দাসসহ বিভিন্ন মন্দির থেকে আগত ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। প্রার্থনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।