প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০
২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে গত বৃহস্পতিবার চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহফুজুর টুটুল ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি, যুগ্ম আহ্বায়ক ঝন্টু দাস, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাডঃ হুমায়ুন কবির সুমন, পৌর যুবলীগের আহ্বায়ক আঃ মালেক শেখ, যুগ্ম আহ্বায়ক মোঃ তাজুল ইসলাম মিয়াজীর নেতৃত্বে কালো পতাকা প্রদর্শন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সদস্য গাজী আব্দুল গণি, নজরুল ইসলাম বাদল, জিয়াউল আমিন দীপু, মকবুল হোসেন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সদস্য আবুল হাসনাত, শাহাজান মোল্লা, সেলিম মাল, পৌর যুবলীগের কালা বেপারী, শাখাওয়াত হোসেন পলাশ ভূঁইয়াসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।