প্রকাশ : ১৯ আগস্ট ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ বাজারের পশ্চিম মাথার কেরোয়া ব্রিজ সংলগ্ন এলাকায় বৃহস্পতিবার ও রোববার বাজারের দিনগুলোতে সড়কে যাতায়াত করা গাজীপুর-চান্দ্রা-পাটওয়ারী বাজার ও কড়ৈতলী এলাকার মানুষদের জন্যে অনেক কষ্টকর। কারণ ছবিতে দৃশ্যমান এমন যানজটই যেন চির পরিচিত চিত্র। রাস্তার প্রশস্ততা কম হওয়ায় মাল বোঝাই কাভার্ড ভ্যান এই সড়কে ঢুকলেই এমন যানজটের সৃষ্টি হতে দেখা যায়। ছবিটি গত বৃহস্পতিবার ১৭ আগস্ট সকালে তোলা। ছবিটি তোলার সময় কেরোয়া ব্রিজ থেকে ফরিদগঞ্জ বাজারের মূল সড়কের প্রবেশপথ পর্যন্ত দীর্ঘ জ্যামে আটকা পড়েছিলো ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুন নেছা ও ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর গাড়িগুলোও। বাজারের দিনগুলোতে কাভার্ড ভ্যান এই সড়ক দিয়ে প্রবেশ করা, রাস্তার প্রশস্ততা কম থাকা ও অতিরিক্ত ব্যাটারি চালিত অটোবাইকের জন্যে এমন দুর্ভোগ সৃষ্টি হয়। জনগণের এমন দুর্ভোগ লাগবে পদক্ষেপ নিবে কে? ছবি ও প্রতিবেদন : শামীম হাসান।