প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার সানজিদা শাহনাজকে সিনিয়র সহকারী সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বদলিজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। ১৭ আগস্ট বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম নাজিম দেওয়ান। এ সময় নবাগত ইউএনও সাখাওয়াত জামিল সৈকত, সদর উপজেলা ভূমি কর্মকর্তা মোঃ হেদায়েত উল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, সদর মডেল থানার ওসি মহসীন আলমসহ ১৪টি ইউনিয়নের চেয়ারম্যানগণ ও উপজেলার সকল বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।