প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
১৫ আগস্ট মঙ্গলবার বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্যরা সকালে জেলা জজ আদালত ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর সংগঠনের পক্ষ থেকে শোকর্যালি বের করা হয়। র্যালিটি জেলা জজ আদালতের সামনে থেকে বের হয়ে বাসস্ট্যান্ড এলাকা পর্যন্ত প্রদক্ষিণ শেষে পুনরায় জেলা জজ আদালত ভবনের সামনে এসে শেষ হয়।
চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে বেলা ১১টায় সংগঠনের পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডঃ আহসান হাবিব।
অনুষ্ঠান পরিচালনা করেন চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি ও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডঃ সাইয়েদুল ইসলাম বাবু।
শোকসভায় বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ও জেলা আইনজীবী সমিতির সদস্য পিপি অ্যাডঃ রণজিত রায় চৌধুরী, অ্যাডঃ মনোয়ারুল ইসলাম, অ্যাডঃ জহিরুল ইসলাম, অ্যাডঃ শেখ জহিরুল ইসলাম, অ্যাডঃ আমানুল্লাহ অ্যাডঃ মুজিবুর রহমান ভূঁইয়া, অ্যাডঃ রুহুল আমিন, অ্যাডঃ নাসির উদ্দিন চৌধুরী, অ্যাডঃ জসিম উদ্দিন পাটোয়ারী, অ্যাডঃ বিনয় ভূষণ মজুমদার, অ্যাডঃ রুমানা আফরোজ খান, অ্যাডঃ হুমায়ুন কবির, অ্যাডঃ গোলাম মোস্তফা আখন্দ, অ্যাডঃ আব্দুল্লাহ আল মামুন, অ্যাডঃ বদরুল আলম চৌধুরী, অ্যাডঃ আব্দুল হালিম পাটোয়ারী, অ্যাডঃ মাহবুব আলম চিশতী, অ্যাডঃ হাবিবুর রহমান লিটু, অ্যাডঃ মোর্শেদ আলম বাবুল, অ্যাডঃ সেলিম মিয়া, অ্যাডঃ ফারহানা আক্তার রিয়া, অ্যাডঃ খালেদ হোসেন, অ্যাডঃ শাহজাহান পাঠান, অ্যাডঃ আমিনুল ইসলাম রোমান, অ্যাডঃ রফিকুল ইসলাম রনি, অ্যাডঃ খন্দকার সাইফুল প্রমুখ। আলোচনা শেষে দোয়ার আয়োজন ও খাবারের ব্যবস্থা করা হয়।