প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০
সারাদেশের ন্যায় কচুয়া উপজেলায় ৬টি পরীক্ষা কেন্দ্রে এইচএসসি পরীক্ষা শুরু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ৬টি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে প্রথমদিনে বাংলা ১ম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। চলতি বছর কচুয়া থেকে এইচএসসিতে মোট ২ হাজার ১শ’ ৬১জন পরীক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ২ হাজার ১শ’ ৪৪জন পরীক্ষার্থী। তন্মধ্যে ১৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত রয়েছে। এদিকে এবারের চলতি এইচএসসি ও সমমানের পরীক্ষা অবাধ-সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে গ্রহণের লক্ষ্যে কচুয়া উপজেলার প্রতিটি কেন্দ্রে উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান ও এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন এবং ভিজিল্যান্স টিমের সদস্যগণ পরিদর্শণ করেন এবং পরীক্ষা অবাধ ও সুষ্ঠুভাবে নেয়ার লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।