প্রকাশ : ১৮ আগস্ট ২০২৩, ০০:০০
আজ ১৮ আগস্ট শুক্রবার একদিনের সফরে চাঁদপুর আসছেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি। তিনি সকাল পৌনে ১০টায় চাঁদপুর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। পরে সেখান থেকে সকাল ১১টায় চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। অনুষ্ঠান শেষে বিকেল ৩টা ৪০ মিনিটে চাঁদপুর হতে নৌপথে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন।