শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধুর শাহাদাত দিবসে অসহায় মানুষকে চোখের আলো ফিরিয়ে দেয়ার চেষ্টা --------------------অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান
প্রবীর চক্রবর্তী ॥

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৬ আগস্ট বুধবার ফরিদগঞ্জে অসহায় ও দরিদ্র চক্ষু রোগে আক্রান্ত তিন শতাধিক নারী-পুরুষ চক্ষু চিকিৎসা সেবা গ্রহণ করেছে। ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ও চাঁদপুর বিএনএসবি চক্ষু হাসপতালের পরিচালনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

চক্ষু চিকিৎসা শিবিরের আয়োজক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডঃ জাহিদুল ইসলাম রোমান বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আমাদের এই আয়োজন। যাতে সড়ক দূরত্ব, অর্থাভাব এবং অসহায় পরিবারগুলোর চোখের বিভিন্ন জটিলতায় আক্রান্তরা এখান থেকে সেবা গ্রহণ করতে পারে। এই চিকিৎসা ক্যাম্প থেকে সাধারণ চক্ষু চিকিৎসা, ছানি অপারেশন, লেন্স সংযোজন এবং চশমা প্রদান করা হয়।

তিনি আরো বলেন, স্বাধীনতার স্থপতির প্রয়াণ তথা জাতির পিতার শাহাদাত দিবসে ফরিদগঞ্জ উপজেলাবাসীর কিছু অংশ যারা হয়তবা বিভিন্ন কারণে চিকিৎসা সেবা নিতে পারছে না, তাদের চোখের আলো ফিরিয়ে দেয়ার জন্যে এই ক্ষুদ্র প্রচেষ্টা। বিগত বছরও আমরা একইভাবে দিনব্যাপী এ রকম আয়োজন করেছিলাম। আশা করছি চিকিৎসা ক্যাম্পের মাধ্যমে গরিব ও অসহায় লোকজন তাদের কাঙ্খিত সেবা পাওয়ার মাধ্যমে পরিবারের খুশি ফিরে আসবে।

ক্যাম্পে চিকিৎসা নিতে আসা শারীরিক প্রতিবন্ধী বিশম্বর দাস জানান, আমি দুই পা হারিয়ে এমনিতেই অসহায়। অর্থাভাবের কারণে চোখের চিকিৎসা করাতে পারছি না। উপজেলা চেয়ারম্যান এই আয়োজন করায় আমি চিকিৎসা সেবা নিতে পেরেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমুননেছা জানান, তিনি নিজেও এই ক্যাম্প থেকে চিকিৎসা সেবা নিয়েছেন। শোক দিবসে এ ধরনের আয়োজন অনন্য।

উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তছলিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, বিএনএসবি চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ সাখাওয়াতসহ চিকিৎসকবৃন্দ।

উল্লেখ্য, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী জাতীয় শোক দিবসের কর্মসূচির অংশ হিসেবে প্রথমদিন মিলাদ দোয়া ও গণভোজের আয়োজন করা হয়। দ্বিতীয় দিন ছিলো চক্ষু চিকিৎসা শিবির।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়