শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

প্রয়াত সুভাষ পোদ্দারের স্মরণে প্রার্থনা ও শোকসভা
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর শহরের পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ধর্মানুরাগী প্রয়াত সুভাষ চন্দ্র পোদ্দারের স্মরণে তার বিদেহী আত্মার শান্তি কামনায় প্রার্থনা ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ১৬ আগস্ট বুধবার দুপুরে পুরাণবাজার শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভুর আখড়ায় আয়োজিত অনুষ্ঠানে সর্ব শ্রেণী-পেশার হিন্দু ব্যবসায়ীদের উপস্থিতি পরিলক্ষিত হয়।

শ্রীশ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভু আখড়া কমিটি আয়োজিত অনুষ্ঠানে প্রয়াতের বিভিন্ন গুণাবলি উত্থাপনপূর্বক তার স্মৃতিচারণ করেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চেম্বার পরিচালক গোপাল চন্দ্র সাহা, ব্যবসায়ী গোবিন্দ সাহা, সংগঠক বিমল চৌধুরী, ব্যবসায়ী ও ধর্মানুরাগী মানিক সাহা প্রমুখ।

ব্যবসায়ী গিরিধারী সাহার সঞ্চালনায় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন শ্রী শ্রী গৌর নিত্যানন্দ মহাপ্রভু আখড়ার সাধারণ সম্পাদক শিমুল কুমার সাহা, ব্যবসায়ী প্রমোদ দাস, সুখান্ত সাহা টিটু, মানিক পাল, গোবিন্দ সাহা, সবুজ পোদ্দার, দীপু ধর, কানাই সাহা, সমর পোদ্দার, আশীষ দেবনাথ, নারায়ণ বণিক নারু সাহা, অনাদী দাস, শংকর সাহা, প্রদীপ দাস, লিটন দাস, বনমালী চক্রবর্তী ও প্রয়াতের ছোট ছেলে রনি পোদ্দার। প্রার্থনা সভায় পৌরোহিত্য করেন আখড়ার সেবাইত দুলাল চক্রবর্তী।

স্মরণসভায় প্রয়াতের বড় ছেলে সুবল চন্দ্র পোদ্দার বাবার হয়ে বাবার জানা-অজানা সকল ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে মার্জনা করার জন্যে সকলের প্রতি অনুরোধ জানান এবং আগামী ২৩ আগস্ট প্রয়াত সুভাষ পোদ্দারের পুরাণবাজার পালপাড়াস্থ নিজ বাসভবনে তার আত্মার শান্তি কামনায় আয়োজিত শ্রাদ্ধানুষ্ঠানে আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্যে বিনম্র আমন্ত্রণ জানান।

উল্লেখ্য, গত ৭ আগস্ট ভোরে সুভাষ পোদ্দার তার নিজ বাসভবনে পরলোকগমন করেন এবং ওইদিনই চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সিদ্ধান্তক্রমে পুরাণবাজারের ব্যবসায়ীগণ তার প্রতি সম্মান জানিয়ে অর্ধবেলা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়