প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ‘বঙ্গবন্ধুর আদর্শে মুক্তিযুদ্ধের চেতনার দুর্নীতিমুক্ত বাংলাদেশ’ স্লোগানে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুরের আয়োজনে সনাক কার্যালয়ে ‘দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : অনুপ্রেরণায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা, কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট আয়োজিত অনুষ্ঠানে সনাক-চাঁদপুরের সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সভাপ্রধানে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ।
প্রধান অতিথি বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে পারলে বঙ্গবন্ধুর সোনার বাংলার স্বপ্নপূরণ হবে। এ লক্ষ্যেই দেশ এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিলো একটি স্বাধীন, সার্বভৌম ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ। বঙ্গবন্ধু যেমনি ছিলেন একজন প্রাজ্ঞ, তেমনি ছিলেন মেধাবী ও দূরদর্শী একজন নেতা। সোনার বাংলা বিনির্মাণে একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন বঙ্গবন্ধু। তিনি বলেন, যেখানে দুর্নীতি থাকবে সেখানে কখনোই সোনার বাংলা গড়া সম্ভব নয়। বঙ্গবন্ধু একটি শোষণমুক্ত, দারিদ্র্যমুক্ত ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার জন্যে ডাক দিয়েছিলেন। বঙ্গবন্ধু সোনার বাংলা করতে চেয়েছিলেন, কিন্তু তাঁকে তা করতে দেয়া হয়নি। বঙ্গবন্ধুর স্বপ্নকে কিছুদিনের জন্যে আড়াল রাখা হলেও চিরদিনের জন্যে তা সম্ভব হয়নি এবং তা হবেও না। তাই বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে আমাদেরকে শপথ নিতে হবে।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা যে ভিশন ও মিশন নিয়ে কাজ করছেন আমরা আশা করছি, বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের জন্যে একটি স্মার্ট দুর্নীতিমুক্ত বাংলাদেশ বিনির্মাণ সম্ভব হবে।
সনাক সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সভাপ্রধানে সনাক-চাঁদপুরের সাবেক সভাপতি কাজী শাহাদাত বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা সপরিবারে হারিয়েছি। এতো বড় রাজনৈতিক হত্যাকাণ্ড পৃথিবীর ইতিহাসে খুঁজে পাওয়া যাবে না। এছাড়া বক্তব্য রাখেন সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন, সনাকের সহ-সভাপতি প্রভাষক জেসমিন আক্তার, সাবেক সহ-সভাপতি আব্দুল মালেক ও সবিতা বিশ্বাস। স্বাগত বক্তব্য রাখেন সনাকের ইয়েস গ্রুপের দলনেতা মোঃ আল-আমিন হোসাইন। বক্তাগণ বলেন, বঙ্গবন্ধু সাধারণ মানুষকে দুনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। দুর্নীতিমুক্ত স্বদেশের স্বপ্নপূরণে বঙ্গবন্ধু সামাজিক আন্দোলনের ডাক দিয়েছিলেন। আমরা আশা করছি, আজকের এই আলোচনার মধ্য দিয়ে আমরা যারা দুর্নীতির বিরুদ্ধে কাজ করছি তারা একটি দিকনির্দেশনা খুঁজে পাবো।
দিবসটি উপলক্ষে সনাক-চাঁদপুরের উদ্যোগে লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ ও নূরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়া ইয়েস সদস্যদের জন্য ‘দুর্নীতির বিরুদ্ধে বঙ্গবন্ধু, বঙ্গবন্ধুর কৃষি ভাবনা ও বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা’ শীর্ষক উপস্থিত বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়। সকল প্রতিযোগিতায় বিজয়ীদেরে মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সনাক-চাঁদপুর, ইয়েস ও অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ, শিক্ষক ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।