প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের রোগীদের জন্যে ১০টি হুইল চেয়ার প্রদান করা হয়। মঙ্গলবার রাতে চাঁদপুর শহরের নতুনবাজার জেএম সেনগুপ্ত রোডস্থ শিক্ষামন্ত্রীর বাসভবনে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমানের হাতে হুইল চেয়ারগুলো তুলে দেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।
এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএইচএম আহসান উল্লাহ, প্যানেল মেয়র ফরিদা ইলিয়াস, অ্যাডঃ হেলাল হোসাইন, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টুটুল, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মুহসীন আলম, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জয়ন্ত মালাকার, আরএমও ডাঃ মিজানুর রহমান, ডাঃ সাকিব, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক অ্যাড. হুমায়ন কবির সুমন, যুগ্ম আহ্বায়ক শিমুল হাসান শামনুসহ অন্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল জানান, জাতীয় শোক দিবস উপলক্ষে চাঁদপুর পৌরসভার পক্ষ থেকে হুইল চেয়ার ছাড়াও এই হাসপতাালের উন্নয়নে প্রায় ২০ লক্ষ টাকার কা জ চলমান রয়েছে।