শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ আগস্ট ২০২৩, ০০:০০

বঙ্গবন্ধুকে হত্যা করলেও খুনিরা তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি
অনলাইন ডেস্ক

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৮তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ১৫ আগস্ট নিহত বঙ্গবন্ধুসহ তাঁর পরিবারের সকলের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ, দোয়া ও আলোচনা সভা সম্পন্ন করেছেন কেন্দ্রীয় আওয়ামী মৎসজীবী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে আওয়ামী লীগের মনোনায়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

গত ১৫ আগস্ট মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের কালীবাড়ি টাউন হল মার্কেটের ৩য় তলায় সিটি নিয়ন গ্রুপ কার্যালয়ে বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ রেদওয়ান খান বোরহান।

এ সময় তিনি তার বক্তব্য বলেন, ১৫ আগস্ট জাতির জন্যে একটি কালো অধ্যায়। এদিনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি মৎস্যজীবী লীগের পক্ষ থেকে দণ্ডপ্রাপ্ত হত্যাকারীদের যারা পলাতক তাদেরকে খুঁজে এনে ফাঁসি কার্যকর করতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানাচ্ছি। তিনি বলেন, ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করতে সক্ষম হলেও বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে হত্যা করতে পারেনি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন আদর্শ জননেতা ছিলেন, যাঁর নেতৃত্বে এদেশ স্বাধীন হয়েছে। জাতির পিতার জন্ম না হলে এদেশ স্বাধীন হত না। খুনিরা তাঁকে হত্যা করলেও তাঁর স্বপ্ন ও আদর্শের মৃত্যু ঘটাতে পারেনি।

মিলাদ ও দোয়ানুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোঃ নাজমুল হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য রেনু বেগম, রাবেয়া বেগম ও হাইমচর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ মিজান খান।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মোহাম্মদ আলী মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য আছমা আক্তার, লতা আক্তার প্রমুখ।

এছাড়াও তিনি তার নিজ এলাকা চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের ৮৫নং লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যিনি অত্র প্রতিষ্ঠানের ভূমি দাতা। তারপর তিনি তার পিতা ও মাতার কবর জিয়ারত করে বঙ্গবন্ধু সহ তাঁর পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন। বাদ জোহর ইসলামপুর গাছতলা জামে মসজিদে বঙ্গবন্ধুর পরিবারের রুহের মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করেন এবং গাছতলায় দরবার শরীফের খাজা নগরে আম গাছের চারা রোপণ করেন।

দুপুর ২টায় মৈশাদী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ওসমান গনি পাটওয়ারীর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়