শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫  |   ১৮ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০

টানা বর্ষণে হাজীগঞ্জে বনায়নসহ সড়কের ব্যাপক ক্ষতি
কামরুজ্জামান টুটুল ॥

গেলো পুরো এক সপ্তাহ জুড়ে টানা প্রবল ও থেমে থেমে বর্ষণের ফলে বন বিভাগের বনায়নসহ হাজীগঞ্জের সকল সড়কে ব্যাপক ক্ষতি হয়েছে। এ ক্ষতি সংস্কার করতে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বন বিভাগের বনায়নের বহু গাছ সড়কের পাশে কাত হয়ে পড়ে গেছে। এছাড়াও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের একাধিক অংশের শোল্ডারে লম্বালম্বি করে ফাটল ধরাসহ সড়কের এজিন ধরে গর্তের সৃষ্টি হয়েছে।

জানা যায়, গত প্রায় এক সপ্তাহ জুড়ে দেশের বিভিন্ন এলাকার মতো হাজীগঞ্জে ব্যাপকভাবে টানা ও ভারী বৃষ্টিপাত হয়। ফলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে এলজিইডি নির্মিত সড়কের বিভিন্ন অংশে ফাটলসহ সড়কের পাশের পুকুরে বা খালে রাস্তা নেমে গেছে। একই কারণে সড়কের পাশ দিয়ে বনবিভাগের বনায়নের বহু গাছ উপড়ে পড়েছে।

সরজমিনে উপজেলার বাকিলা ইউনিয়নের সন্না রাস্তার সমাজকল্যাণের সামনে বন বিভাগের বড় রেইনট্রি গাছের গোড়া উপড়ে সড়কের বেশিরভাগ অংশ পাশের ডোবায় চলে গেছে। পাকা এ অংশ এমনভাবে পাশের ডোবায় চলে গেছে যে, এ অংশ দিয়ে সিএনজি অটোরিকশা ও অটোবাইক চলাচল পর্যন্ত দুরূহ হয়ে পড়েছে। এছাড়া উপজেলার ১০নং গন্ধর্ব্যপুর ইউনিয়নের বিভিন্ন সড়কের একই অবস্থা হয়েছে।

বৃষ্টিপাতসহ পাকা সড়কগুলো সবচে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সড়কের পাশের ডোবায় বা পুকুরে মাছ চাষের কারণে। দিনের পর দিন সড়কের পাশের ডোবায় বা পুকুরে মাটি খেকো মাছ চাষ করা হচ্ছে। আর সেই কারণে পুকুরের বা ডোবার পানির নিচ দিয়ে মাছে মাটি কেটে ফেলার কারণে ফাঁকা হয়ে পড়ে। অতি বৃষ্টির কারণে ফাঁকা হয়ে যাওয়া অংশ সহজেই ভেঙ্গে পড়ে।

জানা যায়, সড়কের পাশের যে কোনো ধরনের ব্যক্তিগত বা সরকারি সম্পত্তিতে থাকা পুকুর, ডোবা, দিঘি, খালে সকল ধরনের মাছ চাষ করা নিষিদ্ধ। এটা দেশের বহু পুরানো আইন। এসব স্থানে মাছ চাষ করতে হলে সড়কের রাস্তার সীমানা থেকে কমপক্ষে ২০ ফুট দূরের পুকুরে মাছ চাষ করা যাবে। এ সকল আইনকে উপেক্ষা করে সড়কের পাশের পুকুর, ডোবা, দিঘি কিংবা খালে মাছ চাষের কারণে সড়কের ব্যাপক ক্ষতিসহ বনায়নের ক্ষতি হচ্ছে।

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের দেবপুর বাজারের পশ্চিমে সড়কের দক্ষিণ পাশে সড়কের কাঁধে লম্বালম্বি করে মাটিতে ফাটল ধরেছে। এ ছাড়া হাজীগঞ্জ পৌরসভার টোরাগড় এলাকার হামিদিয়া জুট মিলের পশ্চিম পাশে পুকুর পাড়ে, মিঠানিয়া সেতুর পশ্চিম পাশের সড়কের দক্ষিণ অংশে, বাকিলা পূর্ব বাজারের খলাপাড়া মসজিদের পাশের সড়কে মূল পাকা অংশ ভেঙ্গে গেছে।

উপজেলা বন কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বৃষ্টির কারণে উপজেলার অনেক স্থানে বনায়নের বাগানের ক্ষতি হয়েছে বলে খবর পেয়েছি।

উপজেলা প্রকৌশলী (এলজিইডি) রেজওয়ানুর রহমান জানান, উপজেলার বেশ কিছু এলাকায় বৃষ্টির কারণে সড়কের ক্ষতি হয়েছে খবর পেয়েছি। সহসাই এগুলো মেরামত করার উদ্যোগ নেয়া হবে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহেদী হাসান মানিক জানান, উপজেলার একাধিক ইউনিয়নে পাকা সড়কের ক্ষতি হয়েছে বলে খবর পেয়েছি। এলজিইডির উপজেলা প্রকৌশলীকে সাথে নিয়ে ক্ষতিগ্রস্ত সড়কের মেরামতের বিষয়ে উদ্যোগ নেয়াসহ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়