প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া হাজেরা-হাসমত ডিগ্রি কলেজে ২০২৩ সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ১৩ আগস্ট রোববার দুপুরে কলেজের মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুনীর চৌধুরীর সভাপতিত্বে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। এ সময় তিনি বলেন, এইচএসসি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা জীবনের গুরুত্বপূর্ণ ধাপে পদার্পণের সুযোগ পাবে। তাই ভালোভাবে যেন পরীক্ষা দেয়া সম্ভব হয়, সেজন্যে যে কদিন বাকি রয়েছে, তোমরা ভালোভাবে প্রস্তুতি নাও। আজকে যারা এই কলেজ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছো, একদিন তোমরাই জাতিকে নেতৃত্ব দিবে। তোমাদের মধ্যে লুকিয়ে রয়েছে আগামীর বাংলাদেশ। তাই এখন থেকে প্রতিটি পদক্ষেপ সাবধানে এবং সচেতনভাবে নিবে। এখন যারা তোমরা পড়ালেখা করছো তারা অনেক সহজেই সকল কিছু পাচ্ছ। এক সময় তা ছিলো অসম্ভব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার গত ১৫ বছরে শিক্ষাখাতে ব্যাপক উন্নয়ন করার কারণেই তোমরা আজ ঘরে বসে ইচ্ছে করলে পড়ালেখার অনেক কিছুই রপ্ত করতে পারছো। আশা করছি তোমরা সরকারের দেয়া সুযোগ-সুবিধাগুলো ভালোভাবে গ্রহণ করে নিজেদেরকে ভবিষ্যৎ বাংলাদেশের কর্ণধার হিসেবে তৈরিতে পরিশ্রম করবে।
সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র দাসের পরিচালনায় আরো বক্তব্য রাখেন কলেজের সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য ড. মোহাম্মদ মোহেবুল্লাহ খান, গভর্নিং বডির সদস্য খোরশেদ আলম চৌধুরী, গভর্নিং বডির সাবেক সদস্য মহিউদ্দিন ভূঁইয়া ইরান, টিচার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।