প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০
শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের জন্যে এগার বছরের ন্যায় আবারো পাঞ্জেরী-চাঁদপুর কণ্ঠ বিতর্ক প্রতিযোগিতার কার্যক্রমকে এগিয়ে নেয়ার জন্য সহযোগিতার অংশ হিসেবে চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভা সম্পন্ন হয়েছে। গত ১৩ আগস্ট বিকেল ৫টায় উপজেলার কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল মিলনায়তনে এ সভা সম্পন্ন হয়। সভায় সর্বসম্মতিক্রমে আইনুননাহার কাদরীকে সভাপতি ও রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।
চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশন মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মতলব সরকারি ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আইনুননাহার কাদরীর সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক রোটাঃ রেদওয়ান আহমেদ জাকিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন মতলব সূর্যমুখী কচি-কাঁচা মেলার পরিচালক শিশু সংগঠক মাকসুদুল হক বাবলু, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল, বিআরডিবির চেয়ারম্যান রোটাঃ মোহাম্মদ মোফাজ্জল হোসেন, মতলব প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আকতার হোসেন, চাঁদপুর কণ্ঠ বিতর্ক ফাউন্ডেশনের মতলব দক্ষিণ উপজেলার সহ-সভাপতি মোঃ আরিফ বিল্লাহ, মুন্সীরহাট প্রতিনিধি জিএম আব্দুল কাদির, নারায়ণপুর পপুলার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মাইনুল ইসলাম টিপু, লিটল স্কলার্স একাডেমির সহকারী শিক্ষক সুমন সাহা, মোঃ মিজানুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন মতলব প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, দৈনিক আদি বাংলার মতলব প্রতিনিধি তাছকিন আহমেদ দীপুসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ২৬ আগস্ট শনিবার সকাল সাড়ে ৯টা থেকে ৬টা পর্যন্ত সনাতনী ধারা বাংলা মাধ্যম বিতর্ক প্রশিক্ষণ, আগামী ৭ অক্টোবর থেকে উপজেলাভিত্তিক প্রান্তিক পর্ব শুরু এবং বিভিন্ন বিষয়ে আলোচনা পর্যালোচনা করে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। উপজেলাভিত্তিক বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে জেলাভিত্তিক শ্রেষ্ঠত্বের গৌরব অর্জনে সকলের সহযোগিতা কামনা করেন বক্তাগণ।