প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০
ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডঃ নূরুল আমিন রুহুল এমপি বলেছেন, জাতির পিতা দেশকে স্বাধীন করেছেন এবং সরকার স্বাধীন দেশ ও জাতিকে সঠিকভাবে গড়ে তুলতে চায়।
১৩ আগস্ট দুপুরে মতলব উত্তর উপজেলার নাউরী আদর্শ কলেজের এইচএসসি-২০২৩ পরীক্ষার্থীদের বিদায়ানুষ্ঠান ও ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, উন্নত, যোগ্য ও সমৃদ্ধ জাতি গড়ে তোলাই সরকারের লক্ষ্য। আমরা দারিদ্র্যমুক্ত, শিক্ষিত, উন্নত, দক্ষ, সমৃদ্ধ বাঙালি জাতিকে জ্ঞানের মাধমে গড়ে তুলবো এবং জাতির পিতার স্বপ্ন পূরণ করবো।
নূরুল আমিন রুহুল এমপি বলেন, বিশ্ব এগিয়ে চলেছে, আমরা অগ্রসরমান বিশ্বের সাথে এগিয়ে যেতে চাই। জাতির পিতার স্বপ্ন ছিল দেশ উন্নত ও সমৃদ্ধ হবে এবং মাথা উঁচু করে বিশ্ব অঙ্গনে চলবে, আমরা দেশকে সেভাবেই গড়তে চাই।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আলাউদ্দিনের সভাপতিত্বে এবং প্রভাষক মেহেদী মাসুদের উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ উল্লাহ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ শাহজাহান প্রধান, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, গণি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্বাস উদ্দিন, জেলা পরিষদের সদস্য সরকার মোঃ আলাউদ্দিন ও ফতেপুর পশ্চিম ইউপি চেয়ারম্যান নুর মোহাম্মদ।
আরো বক্তব্য রাখেন, ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রেজাউল করিম, নাউরী আহম্মাদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, প্রভাষক মোঃ সালাউদ্দিন, প্রভাষক মারুফ হাসান, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম স্বপন, চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবু হানিফ অভি, ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, প্রাক্তন ছাত্র সাকিব দেওয়ান প্রমুখ।
মানপত্র পাঠ করেন পরীক্ষার্থী শিরিনা আক্তার, জুথি আক্তার, মারিয়া আক্তার। আলোচনা সভা শেষে মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ মোঃ সোলাইমান। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবারবর্গের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।