প্রকাশ : ১৪ আগস্ট ২০২৩, ০০:০০
গতকাল ১৩ আগস্ট রোববার সকালে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কামরুল হাসান। সভার শুরুতে বিগত সভার কার্যবিবরণী পাঠ করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম মোসা।
আইনশৃঙ্খলাসহ সমসাময়িক বিভিন্ন বিষয়ের উপর বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম বিপিএম পিপিএম (সেবা), নৌ-পুলিশ সুপার মোঃ বেলায়েত হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, স্বাধীনতা পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ডাঃ সৈয়দা বদরুননাহার চৌধুরী, আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহাবুবুর রহমানসহ বিভিন্ন উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, চাঁদপুর চেম্বার অব কমার্সের পরিচালক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ।
সভায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও নিরাপদ সড়ক আইনের বাস্তবায়ন, নিয়মিত আইনশৃঙ্খলা পর্যালোচনা ও মোবাইল কোর্ট পরিচালনা, মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে কার্যক্রম গ্রহণ, বাজার মনিটরিং, ভেজাল খাদ্য প্রতিরোধ, নারী নির্যাতন ও ইভটিজিং হ্রাস, গ্রাম আদালত কার্যক্রম পরিচালনা, মাদকমুক্ত উপজেলা ঘোষণার লক্ষ্যে উপজেলা পর্যায়ে নির্বাচন ও ডেঙ্গু প্রতিরোধ সংক্রান্ত আলোচনা হলেও এর মধ্যে আইনশৃঙ্খলা, মাদক, ডেঙ্গু, কিশোর গ্যাং, বাজার মনিটরিং, দ্রব্যমূল্যর ঊর্ধ্বগতি প্রতিরোধ ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার বিষয়গুলো অধিকতর গুরুত্বের সাথে ব্যাপকভাবে আলোচনা হয়।
জেলা প্রশাসক কামরুল হাসান দেশের অন্যান্য জেলার তুলনায় চাঁদপুরের আইনশৃঙ্খলা অনেকটা ভালো উল্লেখ করে বলেন, এখানে অপরাধ প্রবণতা তেমন না থাকলেও তা নিয়ন্ত্রণে সকলকে সচেতন থাকতে হবে। জনপ্রতিনিধি থেকে শুরু করে সকলের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনাদের কাছে কোনো কাজ অনৈতিক মনে হলে তা মনের মাঝে পুষে রাখবেন না। তা প্রশাসনের নজরে আনবেন। প্রশাসন সে বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবে। সুন্দর সমাজ গঠনে সকলকে কাজ করতে হবে এবং অন্যায় কাজ থেকে বিরত থাকতে হবে। মাদক বিক্রি, কিশোর গ্যাং, আইনশৃঙ্খলার অবনতি, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিসহ যারা অন্যায়ের সাথে যুক্ত থাকবেন তারা কিছুতেই আইনের হাত থেকে রেহাই পাবেন না। তিনি আরো বলেন, সম্মানজনক স্থানে থেকে কোনো অন্যায় কাজে সুপারিশ না করাই শ্রেয় বলে মনে করি। মাদক সমাজের জন্য একটি প্রধান সমস্যা। সকল সমস্যা নিরসনেই আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। ডেঙ্গুকে পুঁজি করে যে সকল সেবা প্রতিষ্ঠান মানবিক না হয়ে অধিক বাণিজ্য করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান। তিনি ডেঙ্গু সম্পর্কে সকলকে সচেতন হওয়ার পরামর্শ দিয়ে বলেন, এ ধরনের রোগীকে তাৎক্ষণিক সরকারি হাসপাতাল বা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন এবং এ বিষয়ে কোনো অবহেলা না করার জন্য তিনি সকলকে পরামর্শ দেন। তিনি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, অধিক বৃষ্টি বা বন্যার দোয়াই দিয়ে যাতে কেউ নিত্য পণ্যের বাজার অস্থিতিশীল করে না তুলতে পারে সে দিকে অধিকতর নজর রাখতে হবে এবং এ ব্যাপারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরসহ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা হবে বলেও তিনি জানান। তিনি সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং শোকাবহ আগস্ট মাসে জাতির পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে যে সকল কর্মসূচি গ্রহণ করা হয়েছে, গভীর শ্রদ্ধার সাথে তা পালনের জন্যে সকলের প্রতি অনুরোধ জানান।