প্রকাশ : ১৩ আগস্ট ২০২৩, ০০:০০
গতকাল ১২ আগস্ট সকাল ১০টায় চাঁদপুর শহরের দ্বারকানাথ (ডি.এন.) উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ, চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শোকের মাস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কাজী শাহাদাত, সম্মিলিত সাংস্কৃতিক জোট চাঁদপুর শাখার সভাপতি তপন সরকার, উক্ত স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন এবং জেলা কালচারাল অফিসার দিতি সাহা। সংগঠনের সভাপতি মুক্তা পীযূষের সভাপ্রধানে এবং উপদেষ্টা ডাঃ পীযূষ কান্তি বড়ুয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর অসিত বরণ দাশ বলেন, বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদ তাদের কর্মকাণ্ডের মাধ্যমে আগামী প্রজন্ম বিনির্মাণে অবদান রেখে যাচ্ছে। বর্তমান অস্থির সময়কে মোকাবেলা করে তারা বেশ ভালো কাজ করে যাচ্ছে। তাদের মতো প্রজন্ম বিনির্মাণকারী কাজ সচরাচর অন্য কাউকে করতে দেখা যায় না। বিশেষ অতিথির বক্তব্যে কাজী শাহাদাত বৃষ্টি সঙ্কুল সকালেও এতো উপস্থিতি দেখে স্বস্তি প্রকাশ করেন। জেলা কালচারাল অফিসার দিতি সাহা তার বক্তব্যে বঙ্গবন্ধু আবৃত্তি পরিষদকে ধন্যবাদ জানান এমন সুন্দর আয়োজনের জন্যে। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খেরুদিয়া দেলোয়ার হোসেন খান হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আফরোজা খাতুন মেরী, চাঁদপুর সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাইদুজ্জামান, আল-আমিন একাডেমীর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও আবৃত্তিকার শাহ্ আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহ-সভাপতি কেএম মাসুদ। জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের স্মৃতির উদ্দেশ্যে এক মিনিট নীরবতা পালন করা হয়।
চাঁদপুর পৌরসভার বাইশটি স্কুল থেকে প্রায় দুইশ’ জন শিক্ষার্থী আবৃত্তি, সাত মার্চের ভাষণ ও কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানটি মুহাম্মদ ফরিদ হাসান ও সাধারণ সম্পাদক মিঠুন বিশ্বাস তত্ত্বাবধান করেন। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রূমা মুজিব, আয়শা আক্তার রুপা, খোদেজা মাহবুব, উপদেষ্টা মীরা রায় চৌধুরী, কোষাধ্যক্ষ ফাতেমা তুজ জোহরা, কার্যকরী সদস্য আবু সায়েম, আলমগীর হোসেন প্রমুখ।
উল্লেখ্য, এই প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে আগামী ১৮ আগস্ট বিকেল চারটায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে। এতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।