শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ০১ আগস্ট ২০২৩, ০০:০০

আমাদের দাবি অনুযায়ী নির্বাচন না হলে আমরা রাজপথে থাকবো
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জেল-জুলুম দিয়ে আমাদের নেতা-কর্মীদের আটকে রাখা যাবে না। ঢাকার সমাবেশে যোগ দিতে গিয়ে চাঁদপুরের নেতা-কর্মীদের আটক করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমাদের দাবি অনুযায়ী নির্বাচন না হলে রাজপথে থাকবো। আমরা সবাই আন্দোলনের জন্যে প্রস্তুত। যেখানে বাধা দিবে সেখানেই অবস্থান। উপ-মহাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল-বিএনপি। এই দলকে বাদ দিয়ে কেউ নির্বাচন করতে পারবে না। ৩১ জুলাই সোমবার বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখা মোড়ে হাজী মহসীন রোডে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশে তিনি এই কথাগুলো বলেন।

২৯ জুলাই ঢাকার বিভিন্ন প্রবেশ মুখে বিএনপির শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে আওয়ামী লীগ ও পুলিশের নির্মম হামলার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা।

শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আমরা অসহিংস রাজনীতি বিশ্বাস করি। আগামী দিনে সহিংসতা করলে জনগণ মোকাবেলা করবে। তিনি বলেন, আমাদের নেতৃবৃন্দকে এবং ছোট ভাইদের রক্তে রঞ্জিত করা হয়েছে। আমরা তাদের ধিক্কার জানাই। বাংলাদেশের নব্বই ভাগ মানুষ বিএনপি-খালেদা জিয়া তথা তারেক রহমানের সাথে আছে। উপমহাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি। এই দলকে ছাড়া তারা নির্বাচন করতে পারবে না।

কেন্দ্রীয় নেতা ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে ও জেলা বিএনপির সহ-সভাপতি সেলিমুছ সালামের পরিচালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম, ফরিদগঞ্জের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা লায়ন হারুনুর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি এমএ শুক্কুর পাটোয়ারী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শরিফ মোহাম্মদ ইউনুছ, কচুয়া উপজেলা বিএনপির সভাপতি হুমায়ুন কবির প্রধান, মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি আলমগীর সরকার, সাধারণ সম্পাদক নূরুল হক জিতু, মতলব পৌরসভার সাবেক মেয়র ও বিএনপি নেতা এনামুল হক বাদল, জেলা মহিলা দলের সভাপতি অ্যাডঃ মুনিরা চৌধুরী, ফরিদগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাডঃ নুরুল আমিন আকাশ, জেলা ছাত্রদলের সভাপতি ইমাম হোসেন গাজী প্রমুখ।

সমাবেশে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু, সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, দেওয়ান মোঃ সফিকুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক অ্যাডঃ হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী মোশারফ হোসেন, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডঃ বাবর বেপারী, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডঃ শামসুল ইসলাম মন্টু, হাজীগঞ্জের বিএনপি নেতা ড. আলমগীর কবির পাটোয়ারী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হযরত আলী ঢালী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা কৃষক দলের সভাপতি এনায়েত উল্লাহ খোকন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মোস্তফা কামাল, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারীসহ আরো অনেক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

সমাবেশে দলটির বিপুল সংখ্যক নেতা-কর্মী বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসেন এবং বৃষ্টি উপেক্ষা করে সেখানে সমবেত হন। নেতা-কর্মীদের স্লোগানে কম্পিত হয়ে উঠে সমাবেশস্থল।

এ সময় অন্য নেতৃবৃন্দ বলেন, দফা এক দাবি এক, শেখ হাসিনার পদত্যাগ। এক দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত নেতা-কর্মীরা রাজপথ ছাড়বো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়