শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের ঈর্ষণীয় ফলাফল
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

এ বছর এসএসসির ফলাফলে চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজ সাফল্যজনক ফলাফল অর্জন করেছে। এ বছর চাঁদপুর শহরের বেসরকারি স্কুলগুলোর মধ্যে এ প্রতিষ্ঠানটি অন্যতম শীর্ষস্থানে রয়েছে। এবার পরীক্ষার্থী ছিলো ৪৩ জন, পাস করেছে ৪২ জন। পাসের হার ৯৭.৬৭ ভাগ।

জানা যায়, এ বছর এসএসসি পরীক্ষার ফলাফলে আল-আমিন একাডেমি স্কুল অ্যান্ড কলেজের পাসের হার ৯৮.৪১ ভাগ। এরপরই দ্বিতীয় অবস্থানে রয়েছে পৌর শহীদ জাবেদ স্কুল। হাফেজ মাহমুদা পৌর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পাস করেছে ৭১.৪৩ ভাগ শিক্ষার্থী। পীর মহসীন উদ্দিন পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৮৩.৭৮ ভাগ। লেডী দেহলভী বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৭৭.৬৮ ভাগ। লেডী প্রতিমা মিত্র বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৮০.৮৬ ভাগ। আক্কাছ আলী রেলওয়ে একাডেমির পাসের হার ৭৬.১৯ ভাগ। গণি মডেল উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯২.৬৭ ভাগ। ডি.এন উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৭৮.৭৫ ভাগ। পুরান বাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৯৪.৬১ ভাগ। ঘোলঘর আদর্শ উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৮১.৮২ ভাগ। পুরান বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৭৭.৬১ ভাগ। নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের পাসের হার ৮৮.৪৬ ভাগ।

চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর ফারুক বলেন, এ বছর আমাদের ফলাফল খুব ভালো হয়েছে। স্কুলের সভাপতি, চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েলের নির্দেশনায় এবং শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় আমরা এ সাফল্য অর্জন করেছি।

প্রতিষ্ঠানের সভাপতি চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, সবার আন্তরিকতায় আমাদের ফলাফল সন্তোষজনক হয়েছে। আমি সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। পৌরসভার অন্য স্কুলগুলোর ফলাফলও সন্তোষজনক। আগামীতে শতভাগ পাসের লক্ষ্যে আমরা কাজ করবো।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়