শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০

ব্যক্তির চেয়ে সিস্টেমকে যতবেশি সহজ করতে পারবো ততবেশি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো
চাঁদপুর কণ্ঠ রিপোর্ট ॥

ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর জেলার ভূমি কর্মকর্তাদের জন্যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। ভূমি মন্ত্রণালয় ও চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এই প্রশিক্ষণ কর্মসূচি গতকাল শুক্রবার জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হয়ে একটানা দুপুর পৌনে ১টা পর্যন্ত চলে এই প্রশিক্ষণ। অত্যন্ত প্রাণবন্ত এই প্রশিক্ষণে জেলার সকল ভূমি কর্মকর্তা ছাড়াও সকল উপজেলা এসিল্যান্ড, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপ্রধানে অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সচিব মোঃ খলিলুর রহমান। তিনি তাঁর বক্তব্যে বলেন, স্মার্ট বাংলাদেশের যে চারটি স্তম্ভ রয়েছে, তার মধ্যে একটি হলো স্মার্ট ইকোনমি। আর স্মার্ট ইকোনমিকের একটি পার্ট হচ্ছে ক্যাশলেস ভূমি অফিস। এই ক্যাশলেস ভূমি অফিস বাস্তবায়নের লক্ষ্যে দেশের সকল জেলার ভূমি কর্মকর্তাদের জন্যে প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে। দেশের সকল জেলার সাথে এভাবেই আমরা যুক্ত হবো। ভূমি সংক্রান্ত যে সব জটিলতায় মানুষ ভুগছে সেসব জটিলতা দূর করতে আইন ও নীতিমালা সংশোধনের কাজ চলছে। ভূমি সেবাকে শতভাগ ডিজিটাইজেশন করার কাজ চলছে। তিনি বলেন, ব্যক্তির চেয়ে সিস্টেমকে যতবেশি সহজ করতে পারবো, ততবেশি সুশাসন প্রতিষ্ঠা করতে পারবো। তাই ভূমি অফিসের, এসিল্যান্ড অফিসের যারা আছেন তাদেরকে আগে প্রশিক্ষিত হতে হবে। উপজেলা ভূমি অফিস ক্যাশলেস ভূমি অফিস বা ডিজিটাইজেশন ঘোষণা করতে পারে। আপনাদের সকলের উদ্যোগের মাধ্যমে চাঁদপুর একটি অনন্য উচ্চতায় পৌঁছে যাবে বলে আশা করছি। আমি আশা করবো চাঁদপুরের জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা প্রশাসনের ল্যান্ড ম্যানেজমেন্ট উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশেষ অতিথি ভূমি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. মোঃ জাহিদ হোসেন পনির পিএএ। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভূমি মন্ত্রণালয় দেশের সেরা পাঁচটি মন্ত্রণালয়ের একটি। ভূমি সেবা সহজীকরণে যে সব প্রতিবন্ধকতা রয়েছে সেগুলো দূর করার কাজ চলছে। তিনি বলেন, ভূমি সংক্রান্ত সকল সেবা ১৬১২২ নাম্বারে কল করলেই ঘরে বসেই পাওয়া যাবে।

এই ভূমি কর্মকর্তা অনুষ্ঠানে বসেই ১৬১২২ নাম্বারে কল করে সেবার কিছু ধরন উপস্থাপন করেন। তিনি আরো বলেন, ভূমি সেবার দিক দিয়ে চট্টগ্রাম বিভাগের মধ্যে চাঁদপুর প্রথম।

এই প্রশিক্ষণে ভার্চুয়ালি বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি সংস্কার বোর্ডের সদস্য শশাঙ্ক শেখর ভৌমিক। আরো বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব সেলিম আহমদ। অনুষ্ঠানে চাঁদপুর জেলার ডিজিটাল ভূমি সেবার তথ্যচিত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাম্মৎ রাশেদা আক্তার।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়