শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৯ জুলাই ২০২৩, ০০:০০

সংস্কৃতি চর্চাই পারে সকল প্রতিকূলতাকে জয় করে দেশটাকে এগিয়ে নিতে
বিমল চৌধুরী ॥

গতকাল ২৮ জুলাই শুক্রবার সন্ধ্যায় সামাজিক, সাংস্কৃতিক ও সুধীজনদের ব্যাপক উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সামাজিক, সাংস্কৃতিক ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০১৯, ২০২০ ও ২০২১ সালে মনোনীত গুণীজনদের হাতে সম্মাননা পদক, ক্রেস্ট, উত্তরীয় ও নগদ অর্থ তুলে দেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি।

জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাঃ দীপু মনি এমপি বলেন, সংস্কৃতি চর্চাই পারে সকল প্রতিকূলতাকে জয় করে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। আজ যারা সংগীত, সৃজনশীলতাসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্মাননা অর্জন করেছেন তারা কিন্তু দীর্ঘদিন ধরে বাঙালির ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক ধারাবাহিকতা নিয়ে কাজ করেছেন। তারা হৃদয়ের টানে দেশকে ভালোবেসেই এই কাজ করেছেন। যেমনিভাবে মানুষের মুক্তির জন্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কাজ করেছেন, আন্দোলন-সংগ্রাম করছেন দেশের জন্যে। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার স্বপ্ন পূরণে কাজ করছেন, এগিয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ। তিনি জাতীয় নির্বাচনে নৌকার বিজয সুনিশ্চিত করতে সকলের প্রতি অনুরোধ জানান এবং চাঁদপুরবাসীর সেবা কার্যক্রম অব্যাহত রাখারও ইচ্ছে পোষণ করেন।

জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য যোগদানকৃত নবাগত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম (সেবা), চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার তিথি সাহা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সংগঠক সাংবাদিক এমআর ইসলাম বাবু।

অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের মাঝে অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া, রফিক আহমেদ মিন্টু ও তপন সরকার।

অনুষ্ঠানে অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (চাঁদপুর সার্কেল) ইয়াসিন আরাফাত, নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী মেসকাতুল ইসলাম। সুধীজনদের মাঝে উপস্থিত ছিলেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাঃ সৈয়দা বদরুন নাহার চৌধুরী, জেলা শিক্ষা অফিসার প্রাণকৃষ্ণ দেবনাথ, চাঁদপুর সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মহসিন আহমেদ, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব অজয় কুমার ভৌমিক, চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শহীদ পাটোয়ারী, শরীফ চৌধুরী, জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ রনজিত রায় চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডঃ মজিবুর রহমান ভূঁইয়া, চাঁদপুর পৌরসভার প্যানেল মেয়র মোহাম্মদ আলী মাঝি প্রমুখ।

জেলা শিল্পকলা একাডেমী কর্তৃক ২০১৯ সালে মনোনীত সংগীতে কণ্ঠশিল্পী মনোজ আচার্যী, নাট্যকলায় শুকদেব রায়, সৃজনশীল সংগঠক তপন সরকার, আবৃত্তিতে সামীম আহমেদ খান, ২০২০ সালে সংগীতে রফিক আহমেদ মিন্টু, নাট্যকলায় একে আজাদ, সৃজনশীল সংগঠক হিতেষ শর্মা, যন্ত্র সংগীতে পরিমল দাস নূপুর, চিত্রকলায় অজিত দত্ত, ২০২১ সালে সৃজনশীল সংগঠক ডাঃ পীযুষ কান্তি বড়ুয়া, গানে মানিক সরকার, নাট্যকলায় এসএম জয়নাল আবেদীন, নৃত্যকলায় সোমা দত্ত ও যন্ত্র সংগীতে দিলীপ কুমার ঘোষ সম্মাননা পদক গ্রহণ করেন। এ সময় উপস্থিত সুধীজন তুমুল করতালির মধ্যে দিয়ে তাদেরকে অভিবাদন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।

সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সম্মাননাপ্রাপ্তদের সম্মানে মনোজ্ঞ নৃত্য পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর বিশিষ্ট নৃত্যশিল্পীগণ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়