শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০

জনতা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়ম
স্টাফ রিপোর্টার ॥

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী গ্রামে প্রতিষ্ঠিত জনতা উচ্চ বিদ্যালয়ে ভবন নির্মাণে অনিয়মভাবে কাজ করার অভিযোগ পাওয়া গেছে।

জানা যায়, বিদ্যালয়ের দক্ষিণ পাশের ভবনের উপরে যে ভবন নির্মাণ করা হচ্ছে সে ভবনে ১নং ইট ব্যবহার না করে পুরানো শেওলাযুক্ত ইট ও ইটের সুরকি ব্যবহার করা হচ্ছে। এমনকি নিম্নমানের বালু ব্যবহার করা হচ্ছে। ঠিকাদারের অনিয়মের বিষয়ে স্থানীয় লোকজন তাকে বললেও কোনো কর্ণপাত করেননি। যার ফলে স্থানীয়রা কাজ বন্ধ করে দেয়। কাজ তদারকি ও সঠিকভাবে করার জন্যে স্থানীয়দের মাধ্যমে কাজ করার দায়িত্ব দেয়া হলেও পূর্বের ন্যায় অনিয়মভাবে কাজ করা হচ্ছে। এ নিয়ে এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় লোকজন জানান, কাজের ঠিকাদার শেওলাযুক্ত পুরানো ইট ও নিম্নমানের বালু ব্যবহার করে কাজ করায় এলাকার লোকজন কাজ বন্ধ করে দেয়। পরে এলাকার লোকজনকে কমিটি গঠন করে কাজ বুঝে নেয়ার দায়িত্ব দেয়া হয়।

এ ব্যাপারে কাজের ঠিকাদার বলেন, আমি ১ নাম্বার ইট দিয়ে কাজ করছি। এলাকার লোকজনকে দায়িত্ব দেয়া হয়েছে কাজ বুঝে নেয়ার জন্যে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়