প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০
আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে গতকাল ২৬ জুলাই ‘ভালোবাসা, প্রকৃতি ও ন্যায্য বাণিজ্যের সাথে ৫০ বছরের পথ চলা’য় চাঁদপুর অঞ্চলে কোর-দি জুট ওয়ার্কসের সুবর্ণজয়ন্তী উদযাপিত হয়েছে চাঁদপুর রোটারী ভবনের ডাঃ নুরুর রহমান মিলনায়তনে। প্রতিষ্ঠানের হাতে কলমে প্রশিক্ষণপ্রাপ্ত দক্ষ কুটির শিল্পকর্মীদের ব্যাপক উপস্থিতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহাধর্মপ্রদেশ-এর আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি। প্রতিষ্ঠানের পরিচালক শিশির আঞ্জেলো রোজারিওর সভাপ্রধানে ও চাঁদপুর সদর সেন্টারের ইনচার্জ ভাস্কর দাসের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দৈনিক চাঁদপুর কণ্ঠের প্রধান সম্পাদক রোটারিয়ান কাজী শাহাদাত, পাট অধিদপ্তরের চাঁদপুরে কর্মরত মুখ্য পরিদর্শক মোঃ মহিউদ্দিন, চাঁদপুরস্থ নিউজিল্যান্ড ব্যাপ্টিস্ট মিশনের হামাস মলয় দাশগুপ্ত ও লক্ষ্মীপুর ক্যাথলিক চার্চের ধর্মযাজক ফাদার জেরেক্ম ডি রোজারিও। সূচনা বক্তব্য রাখেন আহ্বায়ক উজ্জ্বল থিউটিনিয়াস কোড়াইয়া।
আলোচনা পর্বে নিজেদের সফলতার কথা তুলে ধরেন কোর দি-জুট ওয়ার্কস্ চাঁদপুর অঞ্চলে কর্মরত হস্তশিল্পী নোয়াখালী সমিতির আক্তারি বেগম, মহামায়া সমিতির শাহানারা বেগম, চাঁদপুর সমিতির মালেকা বেগম ভূঁইয়া ও চাঁদপুর সমিতির পান্না বাইন (পাল পাড়া)।
প্রধান অতিথি আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সরকারের চিন্তা-চেতনা বাস্তবায়নে হস্তশিল্পকে কোর-দি জুট ওয়ার্কস্ সুনামের সাথে বিশ্ববাজারে পৌঁছে দিচ্ছে। প্রতিষ্ঠানটির স্বপ্ন রয়েছে আরো কীভাবে বেশি করে সাফল্য লাভ করতে পারে। প্রতিষ্ঠানটি স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে কাজ করে বলেই আজ ৫০ বছর পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে তাদের কার্যক্রম অব্যাহত রাখতে পেরেছে। প্রকৃতি থেকে পাওয়া উপকরণ নিয়েই এগিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানটি। আজকের এই সফলতায় রয়েছে সকলের সহযোগিতা ও আন্তরিকতা। অনেক প্রতিকূল পরিস্থিতি পার করে সকলের ভালোবাসায় প্রতিষ্ঠানটি আজ এই পর্যায়ে আসতে পেরেছে। তিনি প্রতিষ্ঠানটির গড়ে ওঠার ধারাবাহিকতা তুলে ধরে বলেন, এভাবে যে কোনো প্রতিষ্ঠানই যদি তাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারে তাহলে সে সফলতার সাথে এগিয়ে যাবে এটাই বাস্তবতা, যা হয়েছে কোর-দি জুট ওয়ার্কসের ক্ষেত্রে। আজ কোর-দি ওয়ার্কাস্ আন্তর্জাতিকভাবে একটি স্বনামধন্য রপ্তানিকারক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে। এর কারণ প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত সকলেই সৎ, নিরলস ও নির্ভীক। তিনি প্রতিষ্ঠানের আরো অনেক সফলতা কামনা করেন।
আলোচনা শেষে বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী ও সংগীত বিষয়ক পরিচালক সুদীপ কর তন্ময়ের পরিচালনায় জয়ধ্বনি সংগীত বিদ্যায়তনের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক ও নৃত্যানুষ্ঠান।
সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের শুরুতে রোটারী ভবন থেকে চাঁদপুর শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা উড়ানো ও প্রদীপ প্রজ্জ্বলন এবং সার্বজনীন প্রার্থনা করা হয়।
উল্লেখ্য, দেশের খ্যাতনামা এনজিও কারিতাস বাংলাদেশ-এর ‘কোর-দি জুট ওয়ার্কস্’ ১৯৭৩ সালের ২ সেপ্টেম্বর হতে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। বৈদেশিক মুদ্রা অর্জনের স্বীকৃতি স্বরূপ প্রতিষ্ঠানটি ৯টি জাতীয় রপ্তানি পুরস্কার ও ৬টি প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড প্রাপ্ত হয়। আর প্রতিষ্ঠান প্রধান সিআইপি মর্যাদায় অভিষিক্ত হন। এছাড়া ১৯৯৮ সালে ফ্রান্সের International Grand Prix Award for Commercial Quality Europe, Madrid পুরস্কার প্রদান করা হয় প্রতিষ্ঠানটিকে।
অনুষ্ঠানে কোর দি-জুট ওয়ার্কসের কার্যক্রমের সূচনা ও এর বিগত ৫০ বছরের কাজের উপর একটি তথ্যভিত্তিক প্রামাণ্য চিত্র প্রদর্শনি হয়। এছাড়াও প্রতিষ্ঠানটির চাঁদপুর কেন্দ্রে উৎপাদিত পণ্যের একটি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। সারাদেশে এই প্রতিষ্ঠানের মাধ্যমে প্রায় ৬ হাজার উৎপাদনকারী নারী কর্মী নিয়োজিত রয়েছেন বলে জানা যায়।
আগামী ২ সেপ্টেম্বর শনিবার ঢাকার ফার্মগেটস্থ কৃষিবিদ অডিটোরিয়ামে দেশী-বিদেশী ক্রেতা ও সরকারি, বেসরকারি প্রতিনিধিসহ সকল পর্যায়ের স্টোক হোল্ডারের অংশগ্রহণের মধ্যে দিয়ে সুবর্ণজয়ন্তীর মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
কোর-দি জুট ওয়ার্কস্ World Fair Trade Organization -এর একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বাংলাদেশে কাজ করে যাচ্ছে। এই দেশের হস্তশিল্প সামগ্রী বিদেশে রপ্তানির মাধ্যমে স্বাধীনতা যুদ্ধের পর নতুন বাংলাদেশকে বিশ্ব বাজারে ব্যাপকভাবে পরিচিত করে তোলে কোর-দি জুট ওয়ার্কস এবং প্রতি বছর রপ্তানির মাধ্যমে প্রায় ২০ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক মুদ্রা অর্জন করে।