প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০
আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষক পর্যায়ে উন্নত মানের ধান, গম ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের আওতায় চাঁদপুর সদর উপজেলার রামদাসদীতে ধান বীজ উৎপাদনকারী কৃষক দলের সাথে মতবিনিময় ও আউশ প্রদর্শনী পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ২৬ জুলাই বুধবার সকালে চাঁদপুর সদর উপজেলা কৃষি বিভাগ আয়োজিত মতবিনিময় সভায় দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। পরে তিনি কৃষকের আউশ প্রদর্শনী পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রকল্পের মনিটরিং অফিসার (কুমিল্লা অঞ্চল) ড. আমানুল ইসলাম, ডিডি (ডিএই, চাঁদপুর) ড. সাফায়েত সিদ্দিকী, ডিটিও (ডিএই, চাঁদপুর) সাইফুল হাসান আলামিন, এডিডি-শস্য (ডিএই, চাঁদপুর) মোঃ মাসুদ হোসেন, উপজেলা কৃষি অফিসার, চাঁদপুর সদর তপন রায় ও উক্ত ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সচ্ছলুর রহমান। ছবি : চাঁদপুর কণ্ঠ।