প্রকাশ : ২৭ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে প্রান্তিক পর্যায়ে মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৬জুলাই বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান। তিনি তাঁর বক্তব্যে বলেন, নদীতে মাছ ধরার নিষেধাজ্ঞার সময় সরকার জেলেদের ৪০ কেজি করে চাল দেন। আর সে চাল আনতে জেলে নিজে যায় না, তার স্ত্রী-সন্তানদের পাঠায়। খোঁজ নিয়ে জানি, ওই জেলে তখন নদীতে মাছ ধরতে গেছে। ১শ’ কেজি করে চাল দিলেও কিছু জেলের খাসলত পরিবর্তন হবে না। আমি চেয়ারম্যানদের বলেছি, যার নামে কার্ড তাকেই চাল দিবেন।
তিনি আরো বলেন, ইলিশ জাতীয় সম্পদ। এটা রক্ষা করা আমাদের সকলেরই দায়িত্ব। ইলিশ মাছের পাশাপাশি অন্য মাছেরও দেখভাল আমাদেরই করতে হবে। এখন বাজারে প্রান্তিক চাষীদেরই মাছ বেশি বিক্রি হয়। প্রান্তিক চাষীদের যে কোনো পরামর্শে মৎস্য অফিস আন্তরিক।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী মৎস্য অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জামাল উদ্দিন, উপজেলা সমবায় অফিসার মোঃ দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক দেওয়ান, জাতীয় মৎস্যজীবী সমবায় সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ তসলিম বেপারী, প্রান্তিক মৎস্য চাষী মোঃ শরিফ হোসেন কাজী প্রমুখ।