শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৫ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০

খাদ্যাভ্যাসের উপর সন্তানের মেধা ও সুস্বাস্থ্য নির্ভর করবে
নূরুল ইসলাম ফরহাদ ॥

‘শিক্ষকদের চেয়ে মা-বাবাকে শিশুদের প্রতি যত্নশীল বেশি হতে হবে। শিশুদের সবচেয়ে বড় শিক্ষক তার মা-বাবা। শিশুরা সঠিকভাবে বেড়ে উঠার জন্যে প্রথমত মা-বাবাকেই দায়িত্ব নিতে হবে। বড় বড় বিলাসবহুল দালানকোঠা থাকলেই যে প্রাতিষ্ঠানিক সফলতা আসে তা কিন্তু নয়। শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ঐকান্তিক প্রচেষ্টাই পারে প্রাতিষ্ঠানিক সফলতা ও শিক্ষার্থীদের সাফল্য এনে দিতে। জীবনের পথযাত্রায় এতোটা সময় এসেও আমি এখনো শিখি, আমাদের জীবনের সকল যাত্রায় নতুন নতুন ক্ষেত্রে শিখে নিজেকে সমৃদ্ধ করতে হবে।

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি অত্যাবশ্যকীয়ভাবে শিশুদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে নজর দিতে হবে। যথাযথ নিয়মে খাদ্যাভ্যাসের দিকে দৃষ্টি রাখতে হবে। কারণ খাবারের উপর নির্ভর করবে আপনার সন্তানের গ্রোথ, মেধা, সৃজনশীলতা এবং সুস্বাস্থ্য। আরেকটা কথা, অসুস্থ হলেই প্রাইভেট হাসপাতালে না গিয়ে আপনার নিকটবর্তী স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সেবা নিন। কারণ সেই সেবাটুকু আপনাদের জন্যেই বরাদ্দ। লেখাপড়ার পাশাপাশি সন্তানদের স্বাস্থ্য সচেতনতায় প্রত্যেক অভিভাবকদের এগিয়ে আসতে হবে।’

প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব পিজিক্যাল মেডিসিন এবং রিহ্যাবিলিটেশনের সাবেক চেয়ারম্যান প্রফেসর ডাঃ মোঃ তসলিম উদ্দিন।

ফরিদগঞ্জ উপজেলার সৃজনশীল প্রতিষ্ঠান ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির অভিভাবকদের সাথে শিক্ষা, স্বাস্থ্য বিষয়ক মতবিনিময় সভা ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরুন্নবী নোমান। একাডেমির সহকারী শিক্ষক হাফেজ মাওঃ আবুল কাশেম ফারাবীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আশরাফ আহম্মেদ চৌধুরী, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম ফরহাদ, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাসান গাজী, অভিভাবক মোঃ তসলিম হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলহাজ রিয়াজ আহমেদ ফরিদী, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওঃ জাকির হোসেন, সিনিয়র শিক্ষক ফখরুল ইসলামসহ মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ।

২০২২ সালে উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বৃত্তি পরীক্ষায় ফরিদগঞ্জ ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমি হতে অংশগ্রহণ করা ৫০ জন শিক্ষার্থীর মধ্যে ২৬ জন বৃত্তি পায়। ইকরা মডেল মাদ্রাসা এন্ড একাডেমির পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় তাদের হাতে বৃত্তির টাকা, সনদ এবং প্রতিষ্ঠানের পক্ষ থেকে একটি শুভেচ্ছা উপহার তুলে দেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৪র্থ শ্রেণির শিক্ষার্থী মোঃ আলআমিন। সভার শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেন প্রধান শিক্ষক মাওঃ মোঃ জাকির হোসাইন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়