প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০
আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও পরিকল্পনার প্রতিমন্ত্রী অধ্যাপক ড. শামসুল আলম বলেছেন, বাংলাদেশের ক্রমবর্ধমান জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা, দারিদ্র বিমোচন, কর্মসংস্থান, পুষ্টি চাহিদা পূরণ, বৈদেশিক মুদ্রা অর্জন, বর্তমান মৎস্যবান্ধব সরকারের সমন্বিত উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন, যুগোপযোগী নীতি পরিকল্পিত কার্যক্রম গ্রহণ ও সঠিক বাস্তবায়নের ফলে বাংলাদেশ মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে। জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বিনির্মাণের স্বপ্নপূরণে তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রায় মৎস্যখাত অন্যমত অংশীদার।
২৫ জুলাই মঙ্গলবার দুপুরে মতলব উত্তর উপজেলা অডিটোরিয়ামে মৎস্য সপ্তাহ উদ্বোধনী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
তিনি আরোও বলেন, মাছের উৎপাদন, বিপণন, প্রক্রিয়াজাতকরণ, বিদেশে রপ্তানি সবকিছু মিলে দেশের উন্নয়নে, দেশের মানুষের উন্নয়নে, মানুষের স্বাস্থ্যের উন্নয়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রতিমন্ত্রী আরও বলেন, ইলিশ উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বে শীর্ষস্থানে রয়েছে। মিঠা পানি ও বদ্ধ জলাশয়ের মাছ উৎপাদনেও ব্যাপক উন্নয়ন হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম।
বক্তব্য রাখেন ছেংগারচর পৌর মেয়র আলহাজ্ব আরিফ উল্যাহ সরকার, এএসপি কচুয়া সার্কেল আবুল কালাম চৌধুরী, মেঘনা-ধনাগোদা পানি ফেডারেশনের সভাপতি শাহিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লা প্রধান, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ফারুক হোসেন, মৎস্য উদ্যোক্তা দিদার হোসেন ও উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি ওমর আলী প্রধান।
আলোচনা সভা পূর্বক র্যালি, পোনা মাছ অবমুক্তকরা ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।