প্রকাশ : ২৬ জুলাই ২০২৩, ০০:০০
শয্যা আড়াইশ’, রোগী প্রতিদিন ভর্তি থাকে চার শ’র উপরে। বারান্দায়ও ঠাঁই হচ্ছে না। যা ছবিতে দৃশ্যমান অবস্থাই বুঝিয়ে দিচ্ছে। ভয়াবহ এ পরিস্থিতি আড়াইশ’ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালের। ছবিটি হাসপাতালের দ্বিতীয় তলার বারান্দার। বর্তমানে পুরো হাসপাতালটি রোগীতে ঠাঁসা। কি ওয়ার্ডের ভেতরে, কি হাঁটার পথ, কি ফ্লোর, কি ওয়ার্ডের বাইরে বারান্দা। কোথাও পা ফেলার জায়গা নেই। গতকাল এই হাসপাতালে রোগী ভর্তি ছিলো চার শতাধিক। এর মধ্যে ডেঙ্গু রোগী ছিলো ৪৬ জন। এর আগের দিন রোগী ভর্তি ছিলো ৪৩০ জন। প্রতিদিন এতো সংখ্যক রোগীকে চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালের ডাক্তার ও নার্সরা। সীমিত সংখ্যক জনবল দিয়ে পরিস্থিতি কোনোভাবেই সামাল দেয়া যাচ্ছে না। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে ডাক্তার এবং নার্সের সংখ্যা বাড়ানো ছাড়া বিকল্প কিছু নেই। ছবি ও প্রতিবেদন : চাঁদপুর কণ্ঠ।