প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০
‘নিরাপদ মাছে ভরাবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এ লক্ষ্যে জাতীয় মৎস্য সম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২৪ জুলাই সোমবার সকাল ১০টায় জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম সভাপ্রধানের বক্তব্যে বলেন, কৃষিনির্ভর বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে মৎস্যখাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়টি অনুবাধন করেই স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালের এক জনসভায় ঘোষণা দিয়েছেন, ‘মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ’। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য খাতের টেকসই উন্নয়নে কাজ করে যাচ্ছেন। দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা ও আমিষের চাহিদা পূরণ, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, আর্থসামাজিক উন্নয়ন, বৈদেশিক মুদ্রা অর্জনসহ জাতীয় অর্থনীতিতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে।
তিনি বলেন, স্বাধীনতার ৪৬ বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় ২০১৭-১৮ অর্থবছরে বাংলাদেশ চাহিদার বিপরীতে মাছ উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে। মৎস্যবান্ধব সরকারের দূরদর্শী নেতৃত্ব, জনবান্ধব ও সমন্বিত উন্নয়ন প্রকল্প পরিকল্পনা গ্রহণ, সফল বাস্তবায়ন, চাষী পর্যায়ে চাহিদামাফিক সম্প্রসারণ, সেবা প্রদান ও মৎস্যচাষী-উদ্যোক্তাদের নিরন্তর পরিশ্রমের ফলে ২০১৮ সালে মৎস্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয় এবং মৎস্য অধিদপ্তর বাংলাদেশ কৃষি পুরস্কার-১৪২৩-এ স্বর্ণপদক অর্জন করে।
প্রতি বছরের ন্যায় ২৪-৩০ জুলাই ৭ দিনব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ পালিত হবে। সপ্তাহব্যাপী কর্মসূচিতে জেলার সকল দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের শুভেচ্ছা জানিয়ে প্রচারের মাধ্যমে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার ও উপস্থিত থাকার ধন্যবাদ জানান তিনি।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ মোবারক হোসেন, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদীকেন্দ্রের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা রোমানা ইয়াসমিন, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান, দৈনিক চাঁদপুর বার্তার সম্পাদক শহীদ পাটোয়ারী, দৈনিক চাঁদপুর দর্পণের সম্পাদক শরীফ চৌধুরী, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা, রিয়াদ ফেরদৌস, দৈনিক শপথের প্রকাশক ও সম্পাদক কাদের পলাশ, ডিবিসি নিউজ চাঁদপুর প্রতিনিধি নজরুল ইসলাম আতিক, চাঁদপুর মৎস্য বণিক সমবায় সমিতির সভাপতি আঃ বারী জমাদার মানিক, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আঃ মালেক দেওয়ান প্রমুখ।