প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০
চাঁদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডস্থ রঘুনাথপুরে একটি গণকবরস্থান প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। স্থানীয়ভাবে গড়ে ওঠা প্রবীণ-নবীন সমাজসেবা সংগঠনের উদ্যোগে এ প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। গতকাল এ লক্ষ্যে স্থানীয় সমাজসেবী ও ব্যবসায়ী হাজী আনিসুর রহমানের পৃষ্ঠপোষকতায় এবং অন্যান্য সমাজসেবীর প্রচেষ্টায় ৫৫.৮৭ শতাংশ ভূমি দানপত্র দলিলের মাধ্যমে রেজিস্ট্রেশন কাজ সম্পন্ন হয়েছে।
সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ আব্দুল মতিন বাবুল ভূঁইয়া, জয়নাল আবেদীন মিয়াজী (জয়নাল মাস্টার), জয়নাল আবদিন খান, হাজী আনিসুর রহমান খান, আবুল বেপারী, বিল্লাল মাস্টার, পারভেজ মাহমুদ খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ভূমি রেজিস্ট্রেশন কাজে উপস্থিত থেকে সহযোগিতা করেন।
উদ্যোক্তারা জানান, এই গণকবরস্থানে দরিদ্র-অসহায় সর্বসাধারণের লাশ দাফন করাসহ দাফন কাজে যেসব সহযোগিতা প্রয়োজন হবে তা তারা সম্পূর্ণ বিনা খরচে করবেন। এছাড়া প্রবীণ-নবীন সেবা সংগঠনের উদ্যোগে ইতোমধ্যে জাকাত ফান্ড গঠনের মাধ্যমে বেশ কিছু অসহায় পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ভবিষ্যতে এই সংগঠনের মাধ্যমে দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ে দেয়াসহ অন্য সেবামূলক কাজ পরিচালিত হবে বলে তারা জানান।