প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০
জুলাই মাসে চাঁদপুর জেলার উপকারভোগীদের মাঝে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছেন জেলা প্রশাসক কামরুল হাসান। গতকাল ২৪ জুলাই সোমবার সকালে পুরাণবাজার শ্রমকল্যাণ কেন্দ্রে ১নং ওয়ার্ডের পণ্য উত্তোলনের কার্ডধারী স্বল্প আয়ের মানুষের মাঝে স্বল্প মূল্যে টিসিবির বিক্রয় কার্যক্রম উদ্বোধনকালে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, গরিব, দুঃখী, সীমিত আয়ের মানুষের সুবিধার জন্যে সরকারের এই মহতী উদ্যোগ। সরকারের এই উদ্যোগের ফলে অনেক অসহায় মানুষ উপকৃত হচ্ছেন। বাজার মূল্যের চেয়ে অনেক সাশ্রয়ী মূল্যে টিসিবির এ সকল পণ্য বিক্রয় হচ্ছে। টিসিবির ৫ কেজি চাল ১৫০ টাকা, ২ লিটার সয়াবিন তেল ২০০ টাকা ও ২ কেজি মসুর ডাল ১২০ টাকা অর্থাৎ মোট ৪৭০ টাকায় এ প্যাকেজ বিক্রয় করা হচ্ছে। এই বিক্রয় কার্যক্রমে যাতে কোনোরূপ অনিয়ম দেখা না দেয় সেজন্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ভর্তুকি দিয়ে এ সকল পণ্য বিক্রয় করছেন, যাতে দেশের সীমিত আয়ের মানুষ নিত্যপণ্য ক্রয়ের ক্ষেত্রে কিছুটা হলেও স্বস্তি লাভ করতে পারেন। জেলা প্রশাসক পণ্য বিক্রয় ও বিতরণের ক্ষেত্রে কোনো অনিয়ম রয়েছে কি না তা জানতে সরাসরি পণ্য সংগ্রহকারীদের সাথে কথা বললে তারা সরকারের এই মহতী উদ্যোগের কারণে উপকার পাচ্ছেন বলে জেলা প্রশাসককে অবহিত করেন।
তিনি সন্তানদের সুন্দর জীবন গড়ার লক্ষ্যে তাদেরকে হাতেকলমে শিক্ষা প্রদানের জন্যে অভিভাবকদের অনুরোধ জানিয়ে বলেন, আপনার সন্তানদেরকে যদি আপনার পক্ষে উচ্চ শিক্ষা দেয়া একান্তই সম্ভব না হয়, তাহলে তাদেরকে মেকানিক্যাল শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। কারণ কারিগরি শিক্ষার বিকল্প নেই।
চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েলের সভাপ্রধানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজ, এনডিসি কাজী মেশকাতুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম ভূঞা, চাঁদপুর পৌরসভার প্রধান সহকারী মোঃ জিল্লুর রহমান, পণ্য বিতরণের ট্যাগ অফিসার পৌর স্বাস্থ্য সহকারী মোঃ মোশারফ হোসেন, টিসিবির পৌর ডিলার টুটন বণিকসহ মিন্টু ঘোষ, ফারুক হোসেন, অপূর্ব পাল প্রমুখ উপস্থিত ছিলেন।
জেলার ১০৬টি কেন্দ্রে স্বল্প মূল্যে টিসিবির এ সকল পণ্য বিক্রয় হওয়ায় প্রায় দেড় লাখ সীমিত আয়ের মানুষ উপকৃত হচ্ছেন। বিতরণে অনিয়ম রোধে নির্ধারিত কার্ডধারীদের মাঝেই এ সকল পণ্য বিতরণ করায় প্রকৃত অসহায়, সীমিত আয়ের মানুষজনই এই পণ্য পেয়ে আসছেন। ফলে প্রাপ্য ব্যক্তিরা সরকারের এই বিতরণে সন্তোষ প্রকাশ করেন।