প্রকাশ : ২৫ জুলাই ২০২৩, ০০:০০
পরিচিতি সভা ও নবীনবরণের মধ্য দিয়ে চাঁদপুর মেডিকেল কলেজের ৫ম ব্যাচ ২০২২-২৩ শিক্ষাবর্ষের কার্যক্রম শুরু হয়েছে। গতকাল ২৪ জুলাই কলেজের অস্থায়ী ক্যাম্পাসের লেকচার হল ১ ও ২-এ এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ডাঃ দীপু মনি।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই চাঁদপুর মেডিকেল কলেজের সাথে আমি সরাসরি যুক্ত রয়েছি। নতুন মেডিকেল কলেজ হিসেবে এই কলেজের কিছু অবকাঠামোগত সীমাবদ্ধতা রয়েছে। আমি ও বর্তমান সরকার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছি সেগুলো কাটিয়ে তুলতে। স্থায়ী ক্যাম্পাসের জন্যে প্রয়োজনীয় সকল কাগজপত্র পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খুব দ্রুতই একনেক সভায় অনুমোদন পাওয়া যাবে। নবীনদের উদ্দেশ্যে তিনি বলেন, চিকিৎসা বিজ্ঞান অন্যান্য বিষয় থেকে কিছুটা কষ্ট। এ নিয়ে ভয় পাওয়া যাবে না। আশা করি তোমরা তোমাদের মেধা, পরিশ্রম ও সৃজনশীলতা দিয়ে নিশ্চয়ই সাফল্য অর্জন করবে। তোমরা একজন মানবিক ও সংবেদনশীল চিকিৎসক হবে এটাই আমাদের কামনা। এখান থেকে পড়াশোনা শেষ করে তোমরা দেশ ও জাতির সেবা করবে। তাছাড়া তোমরাই হচ্ছো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার হাতিয়ার। তোমরাই পড়াশোনার পাশাপাশি চিকিৎসার প্রযুক্তির মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়তে অগ্রণী ভূমিকা পালন করবে। তোমাদের হাত ধরেই এগিয়ে যাবে বাংলাদেশ। তোমাদের কোনো কিছুতেই সমস্যা হবে না। তোমরা হয়তো স্থায়ী ক্যাম্পাসে পড়াশোনার সুযোগ পাবে। তোমাদের যেকোন প্রয়োজনে আমাকে তোমাদের পাশে পাবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ হারুন অর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে তোমার জন্যে চেষ্টা করবো আমাদের যে সীমাবদ্ধতা ও সঙ্কটগুলো রয়েছে এগুলোর অবসান ঘটাতে। আশাকরি দ্রুত এর সমাধান পাবো। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক (সার্জারী) ডাঃ হারুন অর রশিদ। তিনি বলেন, আমরা ছেলেদের জন্যে পুরোপুরি আবাসন ব্যবস্থা করতে পেরেছি, কিন্তু মেয়েদের আবাসনের একটু সমস্যা রয়েছে। খুব দ্রুতই আমরা এ সমস্যা থেকে বের হয়ে আসবো।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান। তিনি বলেন, পুরো হাসপাতাল তোমাদের ক্যাম্পাসের অংশ। এটা শুধু চাঁদপুর মেডিকেল কলেজ নয়, এটা চাঁদপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারি সার্বক্ষণিক তোমাদের সহযোগিতা করছে এবং করবেন। অনুষ্ঠানে বিশেষ হিসেবে আরো বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, জেলা বিএমএ-এর সভাপতি ডাঃ সৈয়দ নূরুল হুদা ও সাধারণ সম্পাদক ডাঃ মাহমুদুন্নবী মাসুম। দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মেডিকেল কলেজের এনাটমি বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক (চক্ষু) ডাঃ আরিফুল ইসলাম ও প্রভাষক ডাঃ আওলাদুজ্জামান, ফিজিওলজি বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ তানিয়া আলম, বায়োকেমিস্ট্রি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ চন্দন সাহা ও সহকারী অধ্যাপক ডাঃ মোঃ নূরুল আলম, কমিউনিটি মেডিসিন বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক ডাঃ নারায়ণ চন্দ্র দাশ, প্যাথলজি বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ মিজানুর রহমান, মেডিসিন বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডাঃ সালেহ আহমেদ ও সহকারী অধ্যাপক ডাঃ সাইফুল ইসলাম পাটোয়ারী। এাছাড়া অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন ৩য় ব্যাচের শিক্ষার্থী রুবাইয়া তাসনিম উর্বি ও ৪র্থ ব্যাচের শিক্ষার্থী সৌরভ হাসান। নবীন শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইউসুফ আবদুল্লাহ সামি ও নুসরাত জাহান বৃষ্টি। অনুষ্ঠান সঞ্চালনা করেন ১ম ব্যাচের শিক্ষার্থী অয়ন্তী রব্বানী ও ২য় ব্যাচের শিক্ষার্থী তাহসিন রহমান।