প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে। ২৩ জুলাই রোববার সকালে বেলুন উড়িয়ে দিবসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান।
পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, মাঠ পর্যায়ের যত কাজ আমরা করি তার সবই জনপ্রশাসনের একটা অংশ। কাজগুলো সঠিকভাবে করতে হলে আমাদের মাঝে সততা, দক্ষতা ও মেধার সন্নিবেশ ঘটাতে হবে। সেবাগ্রহীতাদেরও সচেতন হতে হবে। সেবাগ্রহীতা সচেতন হলে তখন ফাঁকি দেয়ার কোনো সুযোগ থাকে না।
জেলা প্রশাসক বলেন, জনগণের কাছে কমিটমেন্ট প্রকাশের জন্যে আজকের এ দিবস। খুব সহজেই যেন আমরা জনগণের কাছে সেবা পৌঁছে দিতে পারি সে লক্ষ্যে কাজ করতে হবে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বশির আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ একেএম মাহবুবুর রহমান ও চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর-এর সভাপতি ডাঃ পীযূষ কান্তি বড়ুয়া।
এর আগে দিবসের উদ্বোধনের পরেই জেলা প্রশাসক কার্যালয় সম্মুখে আয়োজিত স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক কামরুল হাসানসহ অতিথিবৃন্দ।