প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০
শাহরাস্তি পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা (‘ক’ শ্রেণী) এবং ১৫তম ইলিশ উৎসরে সদস্য সচিব ও বর্ণচোরা নাট্যগোষ্ঠীর ‘নাট্য উৎসব’-এর সদস্য সচিব রোটাঃ তোফায়েল আহাম্মদ শেখের দু’ছেলের মধ্যে বড় ছেলে প্রকৌঃ রুবাইয়াত কবীর তন্ময় বাংলাদেশ থেকে বৃত্তি নিয়ে চীনের ‘লিওনিয়ন বিশ্ববিদ্যালয়’ থেকে ‘কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং’-এ প্রথম শ্রেণি (A+) পেয়ে ডিগ্রি অর্জন করেন। তিনি পুনরায় বৃত্তি নিয়ে ‘ফিনল্যান্ড’-এর Oulo University হতে Applied Science (oamk) এবং ‘কম্পিউটার সাইন্স এন্ড টেকনোলজী’ এ দু’টি বিষয়ের উপর দু’টি ‘উচ্চতর ডিগ্রি’ অর্জনের জন্যে আগামী ১২ আগস্ট বাংলাদেশ হতে ফিনল্যান্ডের উদ্দেশ্যে রওয়ানা হবেন। তিনি আগামী ২৯ জুলাইয়ের মধ্যে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় টিউশন ফি জমা দিবেন। টিউশন ফি ও ফিনল্যান্ড যাওয়া বাবদ ২ লাখ টাকার বৃত্তি পেয়েছেন। আগামী ১৪ আগস্ট তিনি উক্ত বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করাসহ ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন। তিনি চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় হতে গোল্ডেন জিপিএ-৫ পেয়ে এসএসসি এবং তেজগাঁও সরকারি বিজ্ঞান কলেজ হতে জিপিএ-৫ পেয়ে এইচএসসি পাস করেন। তার মা মোসাম্মৎ রহিমা বেগম চাঁদপুর পৌর এলাকার রেলওয়ে স্কেভেঞ্জার্স সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। তিনি মরহুম আবুল বাশার শেখ এবং মরহুমা আছমতের নেছার মেজো ছেলের নাতি। ইতোমধ্যে তার জেঠা মোঃ এনামুল কবীর সিনিয়র উপ-প্রধান তথ্য কর্মকর্তা (অতিরিক্ত সচিব) ও জেঠী বেগম নিলুফার আনাম অতিরিক্ত সচিব পদ হতে অবসর গ্রহণ করেন। তার মেজো চাচা এএইচএম আমিনুল ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয়ের BIISS-এ উপ-সচিব পদে কর্মরত এবং ছোট চাচী আহাদুন্নেছা চাঁদপুর সদর উপজেলাধীন উত্তর-পশ্চিম তরপুরচণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে কর্মরত আছেন। তার ছোট চাচা মোহাম্মদ মনিরুল ইসলাম কবীর বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) ও পিআইবি-এর সিনিয়র রিসার্চ অফিসার (উপ-সচিব) পদে কর্মরত আছেন। তাঁর পৈত্রিক বাড়ি হাইমচর উপজেলাধীন ভিঙ্গুলিয়া গ্রামে অবস্থিত। তিনি সকলের দোয়া প্রার্থী।