প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ স্কুলের বিভিন্ন জিনিসপত্র চুরি এবং ভাংচুর আতঙ্কে রয়েছে। স্কুল ছুটির পর যে কোনো সময়ে অজ্ঞাত দুর্বৃত্তরা স্কুলে প্রবেশ করে কিছুদিন পর পর ভাংচুর চালায়। সর্বশেষ শুক্রবার দুই দফায় বিদ্যালয় ভবনের দুটি পিলার ভেঙ্গে ক্ষতিগ্রস্ত করেছে। এ ব্যাপারে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
রোববার বিদ্যালয়ে গেলে বিদ্যালয়ের নৈশ প্রহরী রাব্বী হোসেন জানান, বিদ্যালয় ছুটির সময় সে বাইরে থাকায় গত শুক্রবার বিকেল বা সন্ধ্যার পর দুই দফা বিদ্যালয়ের মূল ভবনের দুটি পিলারের কিছু অংশ ভেঙ্গে ফেলে। এরআগে রমজানের ছুটির সময় বিদ্যালয়ের শৌচাগারের থাইগ্লাসগুলো ইট মেরে ভাংচুর করা হয়েছে। বিদ্যালয়ের সামনের বৈদ্যুতিক বাতিগুলোও চুরি করে নিয়ে যায় অজ্ঞাত লোকজন।
প্রধান শিক্ষক মোরশেদ আলম বলেন, গত কয়েক বছর ধরে এসব কর্মকাণ্ড চলছে। মুজিববর্ষ উপলক্ষে বিদ্যালয় আঙ্গিনায় গাছের চারা লাগানো হয়। রাতের আঁধারে এগুলো উঠিয়ে ফেলে দুর্বৃত্তরা পাশের ডোবায় ফেলে দেয়। বিদ্যালয়ের দুই পাশে বাউন্ডারী থাকলেও অপর পাশ দিয়ে লোকজন অহরহ প্রবেশ করে এই অপকর্ম করছে। সর্বশেষ শুক্রবার নৈশ প্রহরী না থাকার সুযোগ নিয়ে বিদ্যালয় ভবনের পিলার ভেঙ্গে ক্ষতিগ্রস্ত করে। চুরি ও ভাংচুর আতঙ্কে রয়েছি। এ ব্যাপারে থানায় অভিযোগ দেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য আনোয়ার হোসেন খন্দকার বলেন, আমরা বিষয়টি নিয়ে ম্যানেজিং কমিটির সকল সদস্যের সাথে কথা বলেছি। আইনী পদক্ষেপ নেয়ার বিষয়টি দ্রুত করা হচ্ছে।