প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০
ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের জনপ্রিয় শিক্ষক প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে যোগদান করেছেন। ২৩ জুলাই রোববার সকাল ১০টায় যোগদান করতে আসলে কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কলেজ অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ বলেন, শেখ মোঃ খলিলুর রহমান আমাদের দীর্ঘদিনের সহকর্মী। এখন আমার প্রশাসনিক সহকর্মী। মাননীয় শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানাই। আশা করছি, প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান তাঁর মেধা, প্রজ্ঞা এবং অভিজ্ঞতা দিয়ে চাঁদপুর সরকারি কলেজের গতিশীল কর্মকাণ্ড আরো সামনের দিকে এগিয়ে নিবেন।
উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান তাঁকে উপাধ্যক্ষ পদে পদায়ন করায় মাননীয় শিক্ষামন্ত্রী, মাননীয় শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান। তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন এবং তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
গত ১৯ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২-এর উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমীন স্বাক্ষরিত এক আদেশে প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমানকে চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন করা হয়। শিক্ষার্থী বান্ধব ও জনপ্রিয় শিক্ষক শেখ মোঃ খলিলুর রহমান উপাধ্যক্ষ পদে পদায়ন পাওয়ায় কলেজ পরিবারের শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে খুশির আমেজ লক্ষ্য করা যাচ্ছে। চাঁদপুরবাসীর জন্যও খুশির খবর। কেননা, চাঁদপুরের লোক চাঁদপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ পদে পদায়ন পেয়েছেন।
প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান উপাধ্যক্ষ পদে যোগদানকালে বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ এবং শিক্ষক পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।