প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ০০:০০
ফরিদগঞ্জের রূপসায় এক যুবকের ঝুলন্ত লাশ নিয়ে নানা রহস্যের জন্ম হয়েছে। পরিবারের দাবি, সে গত ৪ বছর বাড়িতে আসেনি, এমনকি পরিবারের কারো সাথে যোগাযোগ করেনি। হঠাৎ বাড়িতে তার লাশ দেখে সবাই বিস্মিত হয়। তার এই রহস্যময় মৃত্যুতে গ্রামে মুখরোচক আলোচনা হচ্ছে। ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি গ্রামের মৃত আবদুল কুদ্দুস গাজীর ছোট ছেলে রুবেল হোসেন (২৮)-এর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ। এলাকাবাসী জানান, মৃত আবদুল কুদ্দুসের চার ছেলে এক মেয়ের মধ্যে রুবেল হোসেন সবার ছোট। রুবেল ঢাকার একটি হোটেলে চাকরি করতেন।
২২ জুলাই রোববার স্থানীয়রা ফজরের নামাজ শেষে করবস্থানের পাশে নারিকেল গাছে ঝুলন্ত অবস্থায় রুবেলকে দেখতে পায়। এ সময় রুবেল হোসেনের বড় ভাই মোহাম্মদ ইব্রাহীম (৪৫) স্থানীয় ইউপি সদস্য আমির হোসেনকে জানালে তিনি পুলিশকে সংবাদ দেয়।
তার বড় ভাই মোহাম্মদ ইব্রাহীম জানান, রুবেল হোসেন গত চার বছর যাবৎ বাড়িতে আসেন না, আমাদের সাথে কোনো যোগাযোগ করে না। গতকাল কখন বাড়ি আসলো তাও জানি না। ভোরে মসজিদের পাশে কবরস্থানে নারিকেল গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পাই।
ফরিদগঞ্জ থানার এ.এস.আই. সেলিম হোসেন জানান, থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্টের জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।