শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জে আগুনে পুড়লো তিন ব্যবসা প্রতিষ্ঠান
প্রবীর চক্রবর্তী ॥

ফরিদগঞ্জে আগুনে ৩টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। সুবিদপুর পশ্চিম ইউনিয়নের শোল্লা এলাকায় শুক্রবার (২১ জুলাই) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় শনিবার (২২ জুলাই) দুপুরে লিখিত অভিযোগ করেছেন।

জানা যায়, শুক্রবার রাতে ব্যবসায়ীরা দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। গভীর রাতে স্থানীয়দের ডাকচিৎকারে তাদের ঘুম ভেঙ্গে যায়। পরে দোকানের কাছে এসে দেখেন তাদের দোকানগুলোতে আগুন জ্বলছে। এ সময় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল দিলে ফরিদগঞ্জ সদর থেকে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ৩টি প্রতিষ্ঠানের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো শোল্লা এলাকার আব্দুর রশিদ বেপারীর ছেলে বেলায়েত হোসেনের মুদি দোকান ও খাবারের হোটেল, একই এলাকার ইদ্রিস বেপারীর ছেলে দুলাল বেপারীর ভ্যারাইটিজ স্টোর ও কালাম বেপারীর ছেলে জামাল হোসেনের ফার্নিচারের দোকান।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ বেলায়েত হোসেন বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে এসে দেখি আমার দোকানে আগুন জ্বলছে। আমি অজ্ঞাতদের অভিযুক্ত করে ফরিদগঞ্জ থানায় বিচার প্রার্থনা করেছি।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার মোঃ সালাউদ্দিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত, তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় ফরিদগঞ্জ থানায় ভুক্তভোগীদের আবেদনের প্রেক্ষিতে একটি সাধারণ ডায়েরি (১৫১৫) করা হয়েছে। তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়