শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০

জেলা উদীচীর সহ-সভাপতি মাহমুদ হোসেন মিয়াজীর ইন্তেকাল
অনলাইন ডেস্ক

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা সহ-সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নতুনবাজার শাখার সদস্য এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজীর বড় ভাই মোঃ মাহমুদ হোসেন মিয়াজী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে...রাজেউন)। তিনি দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে ২১ জুলাই বিকেল ৫টা ৩১ মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী-সন্তান, ভাই-বোনসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। মোঃ মাহমুদ হাসান চাঁদপুর ড্রামার একজন সক্রিয় সদস্য ছিলেন।

জেলা কমিউনিস্ট পার্টির শোক

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চাঁদপুর জেলা শাখার সহ-সভাপতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নতুনবাজার শাখার সদস্য এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন মিয়াজীর বড় ভাই মোঃ মাহমুদ হোসেন মিয়াজীর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি চাঁদপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন।

তিনি এক শোক বার্তায় জানান, মাহমুদ হোসেন মিয়াজী ছিলেন একজন রাজনৈতিক সচেতন কর্মী। ভাবাদর্শগত লড়াই হিসেবে সাংস্কৃতিক সংগঠন উদীচী শিল্পীগোষ্ঠীকে বেছে নেন এবং মেহনতি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্যে কমিউনিস্ট আন্দোলনে যুক্ত হন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়