শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫  |   ১৬ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০

ছাত্রলীগকেই বিএনপি-জামাতের সকল নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে
মোহাম্মদ মহিউদ্দিন ॥

বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ বলেছেন, ছাত্রলীগের ইতিহাস, বাঙালির ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ ছাত্রলীগকে নিয়ে অনেক স্বপ্ন দেখে ছিলেন। বাঙালি জাতির প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের উল্লেখযোগ্য ভূমিকা ছিলো। বাঙালি জাতির প্রতিটি ক্রান্তিকালে ছাত্রলীগ ঢাল হয়ে দেশ ও জনগণের পাশে দাঁড়িয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির মুক্তি ও স্বাধীনতার সংগ্রাম সফল করার লক্ষ্যে যে পরিকল্পনা করেছিলেন তন্মধ্যে ছাত্রলীগের ভূমিকা ছিলো অন্যতম।

তিনি আরো বলেন, ২০১৩-১৪ সালে বিএনপি-জামায়াত দেশব্যাপী যে নৈরাজ্য করেছিলো, যে সন্ত্রাসী কর্মকাণ্ড দেখেছে, এ দেশের মানুষ তা ভুলে যায়নি। আগামী নির্বাচনে ছাত্রলীগসহ এদেশের তরুণ ও যুবসমাজ এবং দেশের প্রত্যেকটা স্তরের মানুষ যাতে জাগ্রত থেকে শেখ হাসিনার আগামী নির্বাচনে জয়ী হয়ে দায়িত্ব না পাওয়া পর্যন্ত আমাদের প্রতিটি ছাত্রলীগের নেতা-কর্মীকে সজাগ থাকতে হবে। তিনি গতকাল শনিবার সকালে পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ অডিটরিয়ামে উপজেলা ছাত্রলীগের আয়োজনে দেশব্যাপী জামায়াত-বিএনপির সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলার প্রতিবাদে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সুরক্ষার লক্ষ্যে কচুয়ার ছাত্র ও তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করতে কচুয়া উপজেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাহউদ্দিন সরকারের সভাপতিত্বে এবং যুগ্ম আহ্বায়ক শাকিল মুন্সী ও ফয়সাল ভূঁইয়ার যৌথ সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান হাতেম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খোকন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, ইউপি চেয়ারম্যান হাবীব মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সুমন, চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজিব, যুগ্ম আহ্বায়ক নূর, বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক ইব্রাহীম প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়