প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ০০:০০
ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির তিন সংগঠন আয়োজিত ‘দেশ বাঁচাতে তারুণ্যের সমাবেশ’ সফল করার জন্যে চাঁদপুর থেকে দলে দলে যোগ দিয়েছেন হাজার হাজার নেতা-কর্মী। ২২ জুলাই শনিবার দুপুরে রাজধানীর হাইকোর্ট, মৎস্য ভবন ও বার কাউন্সিল ভবনের সামনে দিয়ে সমাবেশ অভিমুখে চাঁদপুর জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল পৃথক ব্যানার নিয়ে মিছিল সহকারে যায়। দলীয় সূত্রে এ তথ্য জানা যায়।
এদিন সকালে মানিকুর রহমান মানিক, অ্যাডঃ নুরুল আমিন খান আকাশ ও ফয়সাল আহমেদ বাহারের নেতৃত্বে জেলা যুবদল, হযরত আলী ঢালী ও কাজী মোহাম্মদ ইব্রাহিম জুয়েলের নেতৃত্বে জেলা স্বেচ্ছাসেবক দল এবং ইমান গাজী ও ইসমাইল হোসেনের নেতৃত্বে চাঁদপুর জেলা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতা-কর্মী ঢাকার সামাবেশে উপস্থিত হয়। বেলা বারোটার পর থেকে তারা মিছিল নিয়ে যায় সেখানে। এ সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে তরুণ ভোটারদের অধিকার প্রতিষ্ঠা ও একদফা এক দাবি, শেখ হাসিনার পদত্যাগ, জিয়া, খালেদা, তারেক শ্লোগানে নেতা-কর্মীরা ঢাকার রাজপথ ও তারুণ্যের সমাবেশস্থল মুখরিত করে তোলে।