প্রকাশ : ২২ জুলাই ২০২৩, ০০:০০
শুক্রবার দুপুরে শাহরাস্তি উপজেলার আলীপুর গ্রামের মেম্বার বাড়ির রবিউল ইসলামের বসত ঘরে আগুনে পুড়ে ১০ বছরের প্রতিবন্ধী শিশু মারা যাওয়ার ঘটনা জানতে পেরে স্থানীয় সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম শিশু সোহানের পিতা রবিউল ইসলামের সাথে মোবাইল ফোনে কথা বলেন এবং পরিবারের সদস্যদের সান্ত¡না দিয়ে পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। তিনি পুড়ে যাওয়া বসতঘর নির্মাণসহ সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আশ্বাস দেন। ঘটনাস্থল পরিদর্শন করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন রশিদকে নির্দেশ দেন। সেমতে ইউএনও ঘটনাস্থলে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে আর্থিক সহায়তা প্রদান করেন।
শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলার অভিভাবক মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা করা হবে। আমরা পুড়ে যাওয়া বসতঘর নির্মাণসহ সার্বিক সহযোগিতা করবো। ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমি সোহানের পরিবারের সাথে কথা বলেছি।