সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৭ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ০০:০০

ফরিদগঞ্জের গণমাধ্যম কর্মীরা সর্বদা সত্যের পথে লিখে চলছে
ফরিদগঞ্জ ব্যুরো ॥

ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া। রোববার ১৬ জুলাই দুপুরে সাবেক এমপির বাসভবন উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের কাউনিয়া গ্রামে মতবিনিময়কালে তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলার গণমাধ্যম কর্মীরা সর্বদা সত্যের পথে লিখে চলছে। তারা যেমন সমাজের ভালো দিকগুলো লিখছে, আবার অন্যায় ও অনিয়মের বিষয়ে ছাড় দিচ্ছে না। অর্থাৎ উপজেলার সামগ্রিক উন্নয়নে তারা নিরলসভাবে অবদান রেখে চলছেন। আমি যখন থেকেই ফরিদগঞ্জের রাজনীতি ও সামাজিক কর্মাক-ের সাথে সম্পৃক্ত তখন থেকেই প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নিবিড় সম্পর্ক স্থাপন হয়েছে। এই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।

প্রেসক্লাবের সাবেক সভাপতি নূরন্নবী নোমানের সঞ্চালনায় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, সাংবাদিকদের যে কোনো প্রয়োজনে আমি পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। তারা সমাজ সংস্কারে আরো বেশি করে অগ্রসর হবে এটাই কামনা। আমি সর্বদা সাংবাদিকদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর সম্পর্কের বিষয়টি ফলো করার চেষ্টা করি।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার বলেন, আমাদের প্রধানমন্ত্রী একজন সাংবাদিক বান্ধব মানুষ। আওয়ামী লীগের সরকারের সময় দেশে সবচেয়ে বেশি মিডিয়া মার্কেটে এসেছে। সেই ধারা মোতাবেক আমরাও ফরিদগঞ্জের সংবাদকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করছি।

প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি মামুুনুর রশিদ পাঠান তার বক্তব্যে বলেন, আওয়ামী লীগের জাতীয় পরিষদ সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া মহোদয় আমাদের সাথে অত্যন্ত সুসম্পর্ক বজায় রেখে চলেছেন। তিনি যখন সংসদ সদস্য ছিলেন, প্রতিবছরই প্রেসক্লাবের উন্নয়নে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। আশা করছি আগামী দিনগুলোতেও এই সহযোগিতা অব্যাহত থাকবে।

মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি রফিকুল আমিন কাজল, যুগ্ম-সম্পাদক ওয়াহিদুর রহমার রানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমা-ার সহিদ উল্লা তপদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সহ-সভাপতি আমান উল্যা আমান, যুগ্ম সম্পাদক নারায়ণ রবি দাস, এসএম ইকবাল, সহ-অর্থ সম্পাদক রুহুল আমিন খান স্বপন, সাহিত্য বিষয়ক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, পাঠাগার সম্পাদক মোহাম্মদ মাছুম আলম তালুকদার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, কার্যনির্বাহী সদস্য বিল্লাহ হোসেন সাগর, শরীফ আহমেদ, জাকির হোসেন সৈকত, এনামুল হক খোকন ও আবু তালেব সর্দার।

এর আগে প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সাবেক এমপি ড. মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকারসহ নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা নিয়ে বরণ করে নেন। প্রেসক্লাব নেতৃবৃন্দও সাবেক এমপিকে ফুল দিয়ে বরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়