সোমবার, ২৭ জানুয়ারি, ২০২৫  |   ১৯ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০

সাংবাদিকদের সাথে ছেংগারচরের স্বতন্ত্র মেয়র প্রার্থী নূরুল হকের মতবিনিময়
স্টাফ রিপোর্টার ॥

মতলব উত্তরের ছেংগারচর পৌরসভা নির্বাচনের শেষদিনে প্রচারণা শেষে মতলব উত্তরের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন স্বতন্ত্র মেয়র প্রার্থী নূরুল হক সরকার। শনিবার ১৫ জুলাই বিকেলে তার নিজ বাড়ি বারোআনীতে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় তিনি বলেন, আগামী ১৭ জুলাই সোমবার ছেংগারচর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে আমি মেরয় পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার প্রতিদ্বন্দ্বী নৌকার সর্মথকরা আমাকে আমার প্রচারণা করতে দিচ্ছে না। বিভিন্ন রকম বাধা, ভয়-ভীতি ও হুমকি দিয়ে আসছে। গতকাল শনিবার দুপুরে আমি প্রচারণাকালে ঝিনাইয়া এলাকায় নৌকার পক্ষের সমর্থকরা আমার কর্মীদের ওপর হামলা করে। এতে ৪জন আহত হয়েছে। রহিম নামে আমার এক কর্মীকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হাত ও পায়ে মারাত্মক জখম করে। পরে তাকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক ঢাকায় রেফার করেন। আর প্রার্থী নূরুল হক সরকারের ছোট ভাই আহত আমিনুল হক, সর্মথক হৃদয় মিয়াজী ও রজ্জব আলী স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ বিষয়ে মতলব উত্তর থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।

তিনি আরো বলেন, পৌরসভার মধ্যে ১৬টি কেন্দ্র রয়েছে। আমার কাছে প্রত্যেকটি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তাকে লিখিতভাবে অভিযোগ দিয়েছি। নৌকা মার্কার সর্মথকরা আমার পোলিং এজেন্টদের হুমকি দিয়েছে। এখন ভয়ে কেউ পোলিং এজেন্ট হতে চায় না। আমি প্রশাসনের কাছে এবং গণমাধ্যম কর্মীদের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছি। প্রশাসনের কাছে সুষ্ঠু নির্বাচন আশা করছি। জনগণের ভোটে যদি আমি হেরে যাই তাতে কোনো দুঃখ নেই। আমি জনগণের রায় মেনে নিবো। কিন্তু ভোটারদের ভোট দেয়ার সুযোগ দিতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়