প্রকাশ : ১৬ জুলাই ২০২৩, ০০:০০
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মোঃ গোলাম হোসেন বলেছেন, আসন্ন নির্বাচনে আমার মনোনয়ন তৃণমূল আওয়ামী লীগের নেতা-কর্মীদের পকেটে। এখন আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার সময়। পিছনের দিকে তাকানোর আর সময় নেই। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সন্নিকটে। আমি সবাইকে নিয়ে তৃণমূল আওয়ামী লীগে পরিবর্তন ঘটাতে চাই। যে রাজনীতি তৃণমূল আওয়ামী লীগকে সুসংগঠিত করবে আমি সেই রাজনীতিতে বিশ্বাসী। তিনি গতকাল শনিবার বিকেলে পৌর আওয়ামী লীগ আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মনির প্রধানের সভাপতিত্বে ও পৌর কাউন্সিলর আবুল খায়ের রুমির সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান শিশির, সাবেক সহ-সভাপতি শাহাদাত হোসেন মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর জব্বার বাহার ও বাতেন সরকার, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শরীফ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ, আওয়ামী লীগ নেতা মকবুল হোসেন প্রমুখ। একই দিন আলহাজ্ব মোঃ গোলাম হোসেন উপজেলার বিভিন্ন ইউনিয়নে দলীয় নেতা-কর্মীদের সাথে গণসংযোগ ও কুশল বিনিময় করেন।